সবাই উকিল নোটিশ পাবেন: বিজয়

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৬
শেয়ার :
সবাই উকিল নোটিশ পাবেন: বিজয়

ফিক্সিংয়ের সন্দেহ ওঠায় এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে; গতকাল শনিবার সকালে এমন খবর ছড়ানোর পর সেটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে গতকাল দিনভর নীরব থাকলেও সন্ধ্যায় মুখ খোলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বিসিবি বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞার ব্যাপারে কিছুই জানে না। 

পুরো ব্যাপারটি নিয়ে গতকাল খোলাখুলিভাবে কিছুই বলেননি বিজয়। একদিন পর অবশেষে মুখ খুলেছেন তিনি। দুর্বার রাজশাহীর এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে এই খবর প্রচারের সঙ্গে জড়িত সবাইকে আইনি নোটিশ পাঠানোর হুমকি দিয়েছেন। 

ভিডিওর ক্যাপশনে বিজয় লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটি বিশেষ কারণে আমাকে কথা বলতে হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচার করা হচ্ছে। যা এতক্ষণে সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। এসব মনগড়া, ভিত্তিহীন সংবাদে আমিসহ আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। বিষয়টি যে মিথ্যা সেটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়েছে। বিসিবির বিবৃতির পর আমার আসলে স্পষ্ট করার কিছু নেই, তবুও আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সততার কারণে আমি নিজে থেকে কিছু কথা বলতে এসেছি...।’

ভিডিওবার্তায় জাতীয় দলে খেলা এই তারকা বলেন, ‘গত ৪-৫ দিন ধরে আমার এবং আমার পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে তা আসলে কারোরই জানা নেই। শুধু জানা আছে আমার। বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। কিন্তু সেরকম পরিস্থিতিতে ছিলাম না। বিসিবি একটা সুন্দর বার্তা দিয়েছে তার পর কথা বলার সুযোগ দিয়েছে।’

উকিল নোটিশ পাঠানো প্রসঙ্গে বিজয় বলেছেন, ‘৩-৪ দিন ধরে যা দেখে আসছি এটা আসলে কোনো প্লেয়ারের জন্যই কাম্য নয়। যারা আসলে এই নিউজগুলো নিয়ে এর মধ্যে মাসালা মিক্স করে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন তাদের জন্য বলি আমি উকিল নোটিশ সবাইকেই দিচ্ছি। যারা বাহবা দিয়েছেন, উকিল নোটিশ সবাই পাবেন।’

ভিডিওর শেষদিকে বিজয় বলেছেন, ‘একটা শেষ কথা বলি কোনো প্লেয়ারের উপর ব্যক্তিগত আক্রোশ দিয়ে এটাকে আপনারা প্রমোট করেছে যা একবারেই কাম্য ছিল না। যারা এসব নিউজ করেছেন তারা আসলে ক্রিকেটের ভালো চায় না, বাংলাদেশের ক্রিকেটের ভালো চায় না। যারা আমাদের বিশ্বাস করে, ভালোবাসার মানুষ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা সত্যটাকে প্রকাশ করেছে তাদেরকে ধন্যবাদ। গণমাধ্যমে যারা সত্য সংবাদ প্রকাশ করেছেন তাদেরকেও ধন্যবাদ। আমি উকিল নোটিশ পাঠাচ্ছি কাল পরশুর মধ্যে এটা পেয়ে যাবেন এবং আমি এটা পাবলিকলি প্রকাশ করব।’