চ্যাম্পিয়নস ট্রফি /

সেমিফাইনাল-ফাইনালে কারা খেলবে, ধারণা দিলেন পন্টিং-শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০১
শেয়ার :
সেমিফাইনাল-ফাইনালে কারা খেলবে, ধারণা দিলেন পন্টিং-শাস্ত্রী

চ্যাম্পিয়নস ট্রফির আর বিশ দিনও বাকি নেই। হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলবে ৮টি দল। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ৪টি করে দল দুইটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্ব খেলবে। সেখান থেকে শীর্ষ দুইটি দল খেলবে সেমিফাইনাল। আগামী ৯ মার্চের ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। 

পাকিস্তানের আয়োজনে হতে যাওয়া এই টুর্নামেন্টের সেমিফাইনাল কিংবা ফাইনালে কারা খেলবে সেটা নিয়ে ক্রিকেটপাড়া বিশ্লেষণে ব্যস্ত। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ও ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রি অবশ্য আগেই জানিয়ে দিলেন, কারা খেলতে পারে সেমিফাইনাল ও ফাইনালে। 

বর্তমান ফর্ম ও স্কোয়াডের গভীরতা বিবেচনায় পন্টিং ও শাস্ত্রী টুর্নামেন্টের ফাইনালিস্ট হিসেবে ভারত ও অস্ট্রেলিয়াকেই বেছে নিয়েছেন। আইসিসি রিভিউতে পন্টিং বলেছেন, ‘আবারও অস্ট্রেলিয়া ও ভারতকে উপেক্ষা করা কঠিন। বর্তমানে দুই দেশের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের দক্ষতার কথা ভাবুন এবং সাম্প্রতিক ইতিহাস লক্ষ্য করুন। যখনই বড় কোনো ফাইনাল এবং আইসিসি ইভেন্টের কোনো ফাইনাল আসে, অবশ্যই ভারত ও অস্ট্রেলিয়ার নাম আসে।’

সেমিফাইনালে উঠবে এমন বাকি দুই দেশ হিসেবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে রেখেছেন শাস্ত্রী। তবে স্বাগতিক পাকিস্তানকে হিসাবের বাইরে রাখছেন না পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক বলেন, ‘বর্তমানে আরেকটি দল দারুণ ক্রিকেট খেলছে, সেটা হচ্ছে পাকিস্তান। বিগত কিছু সময়ে তাদের ওয়ানডে দল দারুণ করেছে। আমরা জানি, আইসিসির টুর্নামেন্টে তাদের ব্যাপারে সবসময় ধারণা করা যায় না কিন্তু এবার মনে হচ্ছে তারা সেসব কিছুটা কাটিয়ে উঠেছে।’

পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি এবং দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮টি দলের মধ্যে গ্রুপ ‘এ’-তে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড আর ‘বি’ গ্রুপে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।