সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩১
শেয়ার :
সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতো ওঠার সবচেয়ে বড় ম্যাচ আগামী ১১ ও ১৯ ফেব্রুয়ারি। ওই দুই দিন প্লে-অফের দুই লেগে মুখোমুখি হবে গত দুই আসরের চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। তবে বাঁচা-মরার সেই ম্যাচের আগে বড় ধাক্কা খেল লস ব্লাঙ্কোসরা। 

গতকাল শনিবার রাতে লা লিগার ম্যাচে এস্পানিওলের কাছে ১-০ গোলে হেরে যায় রিয়াল। তবে তার চেয়েও খারাপ খবর হচ্ছে, চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটির রক্ষণভাগের ভরসা আন্টোনিও রুডিগারকে। লম্বা সময়ের জন্য রিয়াল স্কোয়াড থেকে ছিটকে যেতে পারেন তিনি। 

রুডিগারের ইনজুরি হ্যামস্ট্রিংয়ের। ম্যাচের ১৫তম মিনিটে পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর আজ রবিবার রিয়াল জানায়, ডানপায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রুডিগার। জার্মান এই তারকার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন রুডিগার। সিটির বিপক্ষে ম্যাচ ছাড়াও সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে রিয়ালের। আগামী বুধবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। আর আগামী শনিবার লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

চোটে জর্জরিত রিয়ালের রক্ষণভাগের অবস্থা এমনিতেই খুব একটা ভালো নয়। গত নভেম্বরে লিগামেন্টে চোট পেয়ে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন এদের মিলিতাও। সম্প্রতি ১৩ মাস পর ফিরেছেন দাভিদ আলাবা। দানি কারভাহালও আছেন মাঠের বাইরে।