বিপিএলে গ্রুপপর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষ ৫ ক্রিকেটার
বিপিএলের গ্রুপপর্ব শেষ হয়েছে গতকাল শনিবার। আগামীকাল সোমবার থেকে শুরু হবে প্লে-অফের খেলা। সাত দলের বিপিএলে গ্রুপপর্বে মোট ৪২টি ম্যাচ খেলা হয়েছে। ঢাকায় বিপিএল শুরু হওয়ার পর খেলা হয়েছে সিলেটে। সেখান থেকে চট্টগ্রাম হয়ে টুর্নামেন্টটি আবার ফিরেছে ঢাকায়।
এবারের বিপিএলে দেখা গেছে রানবন্যা। ঢাকা ও সিলেটে বাউন্ডারির দৈর্ঘ্য কমিয়ে আনায় ক্রিকেটাররা ছক্কা হাঁকিয়েছেন অনায়াসে। অনেকগুলো ম্যাচেই দলীয় রান দুই শ ছাড়িয়েছে। দুই শ রান অতিক্রম করে জয়ের ঘটনাও আছে। রান তোলা ও উইকেট সংগ্রহে দেশি ক্রিকেটাররা দেখিয়েছেন মুন্সিয়ানা।
রান তোলায় শীর্ষ ৫ ব্যাটার
নাম-----------------------ফ্র্যাঞ্চাইজি------ম্যাচ----রান------সেরা ইনিংস
তানজিদ হাসান তামিম---ঢাকা ক্যাপিটালস----১২------৪৮৫-------১০৮
মোহাম্মদ নাঈম শেখ----খুলনা টাইগার্স-------১২------৪৪৪-------১১১*
এনামুল হক বিজয়-------দুর্বার রাজশাহী------১২------৩৯২-------১০০*
জাকির হাসান-----------সিলেট স্ট্রাইকার্স-----১২-----৩৮৯-------৭৫*
গ্রাহাম ক্লার্ক-------------চিটাগং কিংস--------১১------৩৭৭-------১০১
উইকেট সংগ্রহে শীর্ষ ৫ বোলার
নাম---------------------ফ্র্যাঞ্চাইজি-------ম্যাচ-----উইকেট----সেরা বোলিং
তাসকিন আহমেদ------দুর্বার রাজশাহী------১২-------২৫----------৭/১৯
ফাহিম আশরাফ-------ফরচুন বরিশাল------১১-------২০----------৫/৭
আকিফ জাভেদ-------রংপুর রাইডার্স-------১০-------১৯----------৪/৩২
খালেদ আহমেদ-------চিটাগং কিংস-------১১--------১৮----------৪/৩১
খুশদিল শাহ----------রংপুর রাইডার্স-------১০--------১৭----------৩/১৮