দুর্বার রাজশাহীকে ক্রীড়া উপদেষ্টার হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২
শেয়ার :
দুর্বার রাজশাহীকে ক্রীড়া উপদেষ্টার হুঁশিয়ারি

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। যেখানে পাওনা ইস্যুতে দলের অনুশীলন বয়কট, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ খেলায় আপত্তি ও একাধিকবার পারিশ্রমিকের চেক বাউন্স হওয়ার ঘটনা ঘটে। এরপর বারবার সময় দিয়েও সমাধান মেলেনি। তবে এবার শেষবারের মতো সুযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুরাহা না হলে ফ্র্যাঞ্চাইজিটিকে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত গত মঙ্গলবার সব ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধির সঙ্গে বিসিবিতে তলব পড়ে রাজশাহীর কর্ণধার শফিক রহমানের। ওই বৈঠকের পর বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন জানান, পারিশ্রমিক সমস্যা সমাধানের সম্ভাব্য চিত্র দেখে রাজশাহীকে কিছু দিন সময় দিয়েছেন তারা।

এর মাঝেই দেখা দিয়েছে নতুন সমস্যা; টুর্নামেন্টের প্রথম পর্ব থেকে রাজশাহী বিদায় নিলেও পারিশ্রমিক ও দেশে ফেরার বিমানের টিকেট না দেওয়ায় হোটেলে আটকা দলটির বিদেশি ক্রিকেটাররা। তাই কিছুদিন সময় দেওয়ার সপ্তাহ ঘোরার আগেই শনিবার আরও একবার বিসিবিতে ডাক পড়ে রাজশাহীর কর্ণধারের।

বিসিবির প্রতিনিধিদের সঙ্গে এবার ছিলেন অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনিই বলেন, রাজশাহীকে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আসিফ বলেন, ‘আমি আজকে (শনিবার) সরাসরি রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি। আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন, পারিশ্রমিক সমস্যার সমাধান করবেন। আমরা বলে দিয়েছি, তিনি যদি তা (সমাধান) করতে ব্যর্থ হন বা না করেন, তাহলে পরবর্তীতে আমরা আর কথা বলার মধ্যে থাকব না। আমরা আইনী ব্যবস্থা নেব।’