পিএসজির বড় জয়ে দেম্বেলের হ্যাটট্রিক
উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ব্রেস্তকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও সংহত করেছে লুইস এনরিকের শিষ্যরা।
শনিবার লিগ ওয়ানে প্রতিপক্ষের মাঠে পিএসজির অন্য দুটি গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস। যেখানে প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়া দেম্বেলে দ্বিতীয়ার্ধে আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দিকে গোল দুটি করেন রামোস।
চলতি মৌসুমে ফরাসি লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পিএসজি। ২০ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। পিএসজির সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ব্রেস্ত।
এই মাসের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে দুই লেগের প্লে-অফেও ব্রেস্তের মুখোমুখি হবে পিএসজি।