কেইনের রেকর্ডের ম্যাচে বায়ার্নের রোমাঞ্চকর জয়
হ্যারি কেইনের রেকর্ড গড়ার ম্যাচে দুর্বল হোলস্টেন কিলকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ইংলিশ এই স্ট্রাইকার জোড়া গোল করার ম্যাচে ভেঙেছেন আর্লিং হলান্ডের পুরোনো একটি রেকর্ড।
শনিবার বুন্ডেসলিগায় কেইন নিজের ৫০তম ম্যাচ খেলতে নামেন। মাইলফলক ছোঁয়ার ম্যাচে বিরতির ঠিক আগে ও পরে হেডে গোল দুটি করেন তিনি।
জার্মানির শীর্ষ লিগে কোনো খেলোয়াড়ের প্রথম ৫০ ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন কেইনের, তার মোট গোল হলো ৫৫টি।
পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দল কিল অবশ্য ছেড়ে কথা বলেনি। যদিও ৫৪ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। তাদের অন্য গোল দুটি করেন জামাল মুসিয়ালা ও সের্গে জিনাব্রি।
পরে ফিন পোরাথ ব্যবধান কমানোর পর যোগ করা সময়ে আরও দুটি গোল শোধ করেন স্টিফেন।
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টেবিলের শীর্ষে অবস্থান আরও মজবুত হলো বায়ার্নের। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট তাদের। ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ১৯ ম্যাচ খেলা বায়ার লেভারকুজেন।