বিজয়ের বিষয়ে জানে না বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শেষ হলেই যেন হাঁপ ছেড়ে বাঁচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একের পর এক বিশৃঙ্খলায় চলছে এই টুর্নামেন্ট। বেশ কয়েকটি অভিযোগও উঠেছে এই টুর্নামেন্ট ঘিরে। সবচেয়ে বড় অভিযোগ ম্যাচ ফিক্সিং নিয়ে। বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। এদের মধ্যে একজন দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়। ফিক্সিংকাণ্ডে জড়ানোর কারণে নাকি তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনটাই নাকি চেয়েছে বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট। তাদের সহযোগিতা করার জন্য ও ফিক্সিং বিষয়ে সঠিক তদন্তের জন্য স্বতন্ত্র কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি। এর মধ্যেই বিজয়কে নিয়ে এমন খবর বের হলো। যদিও বিসিবি এমন কোনো খবর জানে না। এ প্রসঙ্গে গতকাল একটি সংবাদমাধ্যমকে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) মেহেদী শাহরিয়ার বলেছেন, ‘এটা আমার জানা নেই। এ রকম নিষেধাজ্ঞা থাকলে আমাদের জানার কথা।’ ষক্রীড়া ডেস্ক