গুরুত্বপূর্ণ ম্যাচে ইমনের হাফ সেঞ্চুরি, শামীম ঝড়

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪
শেয়ার :
গুরুত্বপূর্ণ ম্যাচে ইমনের হাফ সেঞ্চুরি, শামীম ঝড়

আগেই প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হওয়ায় ফরচুন বরিশালের জন্য ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার। তবে তামিম ইকবালের দলের বিপক্ষে ম্যাচটি চিটাগং কিংসের জন্য বেশ গুরুত্বপূর্ণ। জিততে পারলেই যে রংপুরকে হটিয়ে শীর্ষ দুইয়ে ওঠার ভালো সুযোগ থাকবে চিটাগংয়ের! এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বরিশালের সামনে পাহাড়সম লক্ষ্যই দিয়েছে মোহাম্মদ মিথুনের দল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রানে থেমেছে তারা। 

চিটাগংয়ের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরি এসেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে। ৪১ বলে ১টি চার ও ৮ ছক্কায় ৭৫ রানের নান্দনিক ইনিংস খেলেছেন এই তরুণ। শেষদিকে ঝড় তুলেছেন দেশের আরেক বাঁহাতি ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি। ১২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। ৩টি চারের পাশাপাশি হাঁকান ২টি ছক্কা। 

চিটাগংয়ের হয়ে দারুণ ব্যাটিং করেছেন পাকিস্তানি তারকা হায়দার আলিও। হাতে ব্যাথা পেলেও এই ডানহাতির ব্যাটে ৪২ রান এসেছে স্রেফ ২৩ বলে। সমান ৩টি চার ও ছক্কা হাঁকান তিনি। এছাড়া বিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন খাজা নাফাই ও গ্রাহাম ক্লার্ক।

বরিশালের হয়ে অন্য বোলাররা দুহাতে রান বিলালেও দুর্দান্ত ইকোনমিতে বল করেছেন পেসার ইবাদত হোসেন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। ৩ ওভারে ২২ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। দলের বাকি বোলারদের ইকোনমি ছিল দশের ওপরে।