‘বিসিবি হ্যান্ডেল করছে’: বিপিএলে ফিক্সিং নিয়ে সাব্বির

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২
শেয়ার :
‘বিসিবি হ্যান্ডেল করছে’: বিপিএলে ফিক্সিং নিয়ে সাব্বির

বিপিএলে আজ শেষ ম্যাচ ছিল ঢাকা ক্যাপিটালসের। আগেই বিদায় নিশ্চিত হয়েছিল দলটির। তবে ফ্র্যাঞ্চাইজির কর্ণধার শাকিব খানের উপস্থিতিতে ম্যাচটি জিততে পারলে মন্দ হতো না। তবে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটিতে রীতিমতো উড়ে গেছে ঢাকা। 

ব্যাটারদের ব্যর্থতায় প্রথমে ব্যাট করা ঢাকা থামে মাত্র ১২৩ রানে। ৩৭ বলে ৫৮ রান করে একাই লড়াই করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। পরে ১৯ বল ও ৬ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে প্লে-অফে নাম লেখায় খুলনা টাইগার্স। 

৭ দলের টুর্নামেন্ট গ্রুপ পর্বের ১২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে ঢাকার অবস্থান তালিকার ষষ্ঠ স্থানে। আজ ব্যাট হাতে ১৭ বলে ২০ রান করেন ঢাকার সাব্বির রহমান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এলেন তিনিই। এসময় তার কাছে জানতে চাওয়া হয় চলতি আসরে আলোচিত ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন নিয়েও। 

এবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। ধারণা করা হয়, রাডারে ১০ জনের মতো ক্রিকেটার আছেন। সে তালিকায় ঢাকার ক্রিকেটারও আছে। তবে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে জানতে চাইলে খোলাসা করে কিছু বলতে রাজি হননি সাব্বির। 

জাতীয় দলে খেলা এই ক্রিকেটার বলেন, ‘আসলে দেখেন, এটা আউটসাইড কথা। আউটসাইড বিষয়। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের বিষয়ও না। বিসিবির কর্মকর্তারা সবকিছু হ্যান্ডেল করছে।’

আজ শুরুতে দারুণ ব্যাটিং করেছে ঢাকা। প্রথম ৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই ৫০ রান তুলে ফেলে তারা। এর মধ্যে আউট হন কেবল লিটন দাস (১০ বলে ১০)। দারুণ ব্যাটিং করতে থাকেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ৫৩ রানের মাথায় ওয়ান ডাউনে নামা হাবিবুর রহমান সোহানকে হারালেও ৮১ রান পর্যন্ত যায় আর কোনো উইকেট না হারিয়েই।

দারুণ শুরুর পরও এমন বিপর্যয় প্রসঙ্গে সাব্বির বলেন, ‘তামিম যখন শুরু করলো মনে হয়েছে ২০০+ রানের উইকেট। অন্যরা আসার পর মনে হয়েছে ১২০ উইকেট। আমার ব্যাটিংয়ের সময় উইকেট ভালো ছিল না, টাফ ছিল চ্যালেঞ্জিং ছিল আমরা আসলে চ্যালেঞ্জটা নিতে পারি নাই।’