অল্পের জন্য গেইলকে ধরতে পারলেন না দেশের সেরা তানজিদ

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫
শেয়ার :
অল্পের জন্য গেইলকে ধরতে পারলেন না দেশের সেরা তানজিদ

আগ্রাসী ব্যাটিং ও ছক্কা হাঁকানোতে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিমের পরিচিতি আছে ভালোই। চলমান বিপিএলে নিজের সেই সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন এই ওপেনার। এরই মধ্যে বিপিএলের এক আসরে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন। বিপিএলে সবমিলিয়ে সর্বোচ্চ ছক্কার তালিকায় তার সামনে ছিলেন কেবল ক্রিস গেইল। তবে ক্যারিবিয়ান কিংবদন্তিকে অল্পের জন্য ছাড়াতে পারলেন না তানজিদ। 

এরই মধ্যে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে তানজিদের দল ঢাকা ক্যাপিটালসের। গ্রুপপর্বের শেষদিনে তাই ঢাকারও এটি শেষ খেলা। ছক্কা আর বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই তানজিদের সামনে। 

খুলনার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাত্র ১২৩ রানে থেমেছে ঢাকা। যার মধ্যে একাই ৫৮ রান করেন তানজিদ। ৩৭ বলে এই ইনিংস সাজাতে তিনি ছক্কাই হাঁকান ৭টি। এর মাধ্যমে চলমান টুর্নামেন্টে তানজিদের ছক্কার সংখ্যা দাঁড়াল ৩৬টি। 

বিপিএলের কোনো এক আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোয় তানজিদের ওপরে কেবল গেইল। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কাও তার। বিপিএলে ১৪৩টি ছক্কা মারা গেইল রংপুর রাইডার্সের হয়ে ২০১৭-১৮ মৌসুমেই হাঁকান ৪৭টি। এর মধ্যে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিপিএল রেকর্ড ১৮টি ও খুলনা টাইটানসের বিপক্ষে ১৪টি ছক্কা আছে তার।

দেশের হয়ে আগের ম্যাচেই রেকর্ড গড়া তানজিদ ভেঙেছেন তাওহিদ হৃদয়ের রেকর্ড। গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৪ ম্যাচে ২৪ ছক্কা হাঁকিয়েছিলেন হৃদয়। এবার ১২ ম্যাচেই ৩৬ ছক্কা হাঁকালেন তানজিদ। হৃদয় আবার ভেঙেছিলেন তামিম ইকবালের রেকর্ড। ২০১৯ সালে ২৩টি ছক্কা হাঁকানোর কীর্তি আছে তামিমের। 

এবারের বিপিএলে প্রথম ৬ ম্যাচে মাত্র ৮টি ছক্কা মারেন তানজিদ। সেখানে শেষ ৬ ম্যাচে তার ছক্কার সংখ্যা দাঁড়াল ২৮টিতে। সব মিলিয়ে ১২ ইনিংসে ৪৪.০৯ গড় ও ১৪১.৩৯ স্ট্রাইক রেটে ৪৮৫ রান তুলে চলতি বিপিএল শেষ করলেন তানজিদ। ৪টি ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরি আসে তার ব্যাট তেকে। এখনো পর্যন্ত তিনিই ব্যাটারদের তালিকায় সবার ওপরে।