ঢাকাকে অল্প রানে গুটিয়ে সম্ভাবনা উজ্জ্বল করল খুলনা
বিপিএলের গ্রুপপর্বের শেষ ম্যাচ আজ। দিনের প্রথম ম্যাচে আগেই প্লে-অফের দৌঁড় থেকে ছিটকে পড়া ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচ জিতলেই দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে প্লে-অফে চলে যাবে খুলনা। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে আগে ব্যাট করা ঢাকাকে ১২৩ রানে গুটিয়ে পরের পর্বের সম্ভাবনা উজ্জ্বল করল মেহেদী হাসান মিরাজের দল।
টস জিতে এদিন ঢাকাই প্রথমে ব্যাটিং বেছে নেয়। শুরুর ভাগে অবশ্য ব্যাটিংটা মন্দ করেনি তারা। প্রথম ৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই ৫০ রান তুলে ফেলে তারা। এর মধ্যে আউট হন কেবল লিটন দাস (১০ বলে ১০)। দারুণ ব্যাটিং করতে থাকেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ৫৩ রানের মাথায় ওয়ান ডাউনে নামা হাবিবুর রহমান সোহানকে হারালেও ৮১ রান পর্যন্ত যায় আর কোনো উইকেট না হারিয়েই।
এরপর হঠাৎ এক ঝড়ে এলোমেলো হয়ে যায় ঢাকার ইনিংস। খুলনার বোলারদের তোপে এক শ রান তোলার আগেই হারিয়ে বসে ৭ উইকেট। একে একে ফিরে যান ফরমানুল্লাহ, তানজিদ, থিসারা পেরেরা, রিয়াজ হাসান ও রহমত আলী। ৩৭ বলে ১টি চার ও ৭ ছক্কায় ৫৮ রান করেন তানজিদ। পাঁচ নম্বরে নেমে সাব্বির ১৭ বলে ২০ রানের ইনিংস না খেললে শতরান পার করতেই সমস্যায় পড়ত ঢাকা। শেষদিকে মেহেদী হাসান রানা ১১ বলে ১৩ রান করলে ১২৩ রানে থামে ঢাকা।
খুলনার বোলিং আক্রমণ ছিল পুরোটাই দলগত। সাতজন বল করে সবাই উইকেট পেয়েছেন। এর মধ্যে দুইটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও উইলিয়াম বসিস্টো। সবার সেরা হাসান ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। সমান ওভারে বসিস্টো দিয়েছেন ১০ রান। উইকেট পেয়েছেন নাসুম আহমেদ, মিরাজ, মুশফিক হাসান, জিয়াউর রহমান ও মোহাম্মদ নওয়াজও।