ইতালিতে উচ্চশিক্ষার হাতছানি শিক্ষার্থীদের

তরিকুল ইসলাম
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেয়ার :
ইতালিতে উচ্চশিক্ষার হাতছানি শিক্ষার্থীদের

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ইতালি। উচ্চশিক্ষায় প্রতিবছর বিশে^র বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা সেখানে পাড়ি জমান। বর্তমানে আন্তর্জাতিক শিক্ষা কারিকুলাম ও স্কলারদের অভিজাত ফোরামগুলোতে সুপরিচিত ইতালির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ইউরোপীয় দেশ ইতালিতে পড়াশোনার জন্য আবেদন পদ্ধতি, স্টুডেন্ট ভিসা ও স্কলারশিপ নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন ইতালির ইউনিভার্সিটি অব পালেরমোর শিক্ষার্থী তরিকুল ইসলাম

আবেদনের উপায়

অন্য শেনজেন দেশগুলোর মতো ইতালিও শিক্ষাক্ষেত্রে দুই সেমিস্টার পদ্ধতি মেনে চলে। প্রথম ভর্তি মৌসুমটি পরিচিত ফল ইনটেক নামে, যার আবেদন কার্যক্রম শুরু হয় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে যাবতীয় আবেদন শেষে কোর্স শুরু হয় সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে। এই সময়টিতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় সর্বাধিকসংখ্যক কোর্সে শিক্ষার্থী ভর্তি হন। স্প্রিং নামের অন্য ইনটেকটিতে আবেদন নেওয়া হয় জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। এগুলোর সময়সীমা থাকে অক্টোবর থেকে ডিসেম্বর। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ভর্তি শেষ করে কোর্স শুরু হয়। এখানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য পৃথকভাবে তাদের নিজস্ব ওয়েব পোর্টালে আবেদন করতে হয়। আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র, খরচসহ সুনির্দিষ্ট ডেডলাইনগুলো ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ থাকে। এখানে খেয়াল রাখা উচিত যে একটি বিশ্ববিদ্যালয়ে শুধু একটি বিষয়ে আবেদন জমা দেওয়া যায়।

প্রি-এনরোলমেন্ট

ইতালির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির একটি প্রধান বিষয় হলো প্রি-এনরোলমেন্ট। পছন্দের বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার পর সব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নথি ইউনিভার্সইতালি সাইটে আপলোড করতে হবে। বিশ্ববিদ্যালয় আপনার প্রিএনরমেন্ট নিশ্চিত করার পর একটি এনরোলমেন্ট সামারি আপনাকে দেবে এবং আরেকটি কপি ঢাকাস্থ ইতালিয়ান এম্বাসিতে ফরওয়ার্ড করবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

- অনলাইনে পূরণ করা পূর্ণ আবেদনপত্র

- একটি বৈধ পাসপোর্ট

- বিগত শিক্ষাগত যোগ্যতার নথি

- স্নাতক প্রোগ্রামের জন্য হাই স্কুল ডিপ্লোমা বা সমতুল্য সনদ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট

- স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতকের সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট

- ডক্টরাল প্রোগ্রামের জন্য স্নাতকোত্তরের সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট

- ভাষার দক্ষতা পরীক্ষার ন্যূনতম স্কোর

- আইইএলটিএসে ৬ বা টোয়েফল আইবিটিতে ৫৯

- মাস্টার্সের জন্য আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ কিংবা টোয়েফল আইবিটি ৭৯

- পিএইচডির জন্য আইইএলটিএস স্কোর ৭ বা টোয়েফল আইবিটি ৯৬

- অধ্যয়ন ফি পরিশোধের রসিদ : তিন কিস্তির ন্যূনতম এক কিস্তি। অধিকাংশ ক্ষেত্রে এটি প্রায় ১২০ ও ১৮০ ইউরোর মধ্যে থাকে, যা ১৫ হাজার ৮৬২ থেকে ২৩ হাজার ৭৯৩ টাকার (১ ইউরো = ১৩২ দশমিক ১৮ বাংলাদেশি টাকা) সমতুল্য।

অনেক সময় এই ফি ইতালিতে আসার পর পরিশোধ করলেও হয়। এটা নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের ওপর।

- সিভি -ইউরোপাস ফরম্যাট

- স্টেটমেন্ট অব পারপাস

- একাধিক মোটিভেশন লেটার

- লেটার অব রিকমেন্ডেশন

- স্বাস্থ্য বীমা

- জিম্যাট বা জিআরই পরীক্ষার ফলাফল (মাস্টার্সের জন্য)

- পোর্টফোলিও : সৃজনশীল ক্ষেত্রে আবেদনকারীদের জন্য

- গবেষণা প্রস্তাব : পিএইচডির জন্য

- যার অধীন গবেষণা করা হচ্ছে, তার সঙ্গে যোগাযোগের তথ্য এবং শিক্ষার্থীর গবেষণার তত্ত্বাবধান করবেন এই মর্মে একটি সম্মতিপত্র

- প্রাসঙ্গিক পাবলিকেশনের সারাংশ (প্রযোজ্য ক্ষেত্রে)

- কাজের অভিজ্ঞতার প্রমাণ, নির্বাচিত কিছু প্রোগ্রামের ক্ষেত্রে

- বিশ্ববিদ্যালয়, কোর্স ও প্রোগ্রাম বিশেষে আরও কিছু দরকারি কাগজ দিতে হতে পারে।

ইতালিতে স্কলারশিপের সুবিধা কেমন

শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য ব্যয়বহুল শহরগুলোতেই থাকতে হয়। এ ক্ষেত্রে সামগ্রিক খরচের চাপ সামলানোতে ব্যাপক ভূমিকা রাখে স্কলারশিপ। লিপস্কলারের মতে, ইতালির সর্বোচ্চ পর্যায়ের স্কলারশিপগুলো নিম্নরূপ-

- ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের গভর্নমেন্ট স্কলারশিপে স্নাতক, মাস্টার্স বা পিএইচডির জন্য প্রতিবছর ৯ হাজার ইউরো মেলে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ১১ লাখ ৮৯ হাজার ৬৪৬ টাকার সমান।

- ইউনিভার্সিটি অব বোলোগনার ইন্টারন্যাশনাল ট্যালেন্টস অ্যাট ইউনিবো স্কলারশিপ দেয় ৪ হাজার ৫০০ ইউরো এবং সম্পূর্ণ পড়াশোনার ফি মওকুফ।

- ইউনিভার্সিটি অব মিলানো বিশ্ববিদ্যালয়ের এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম শুধু মাস্টার্সের জন্য। এ বৃত্তিতে মেলে প্রতিবছর সর্বমোট আট হাজার ইউরো।

- স্নাতক বা স্নাতকোত্তরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ইউনিভার্সিটি অব পাডুয়া বিশ্ববিদ্যালয়ের পাডুয়া ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ। এটিও প্রতিবছর বরাদ্দ দেয় আট হাজার ইউরো।

- এ ছাড়াও ইতালির প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকেই রিজিওনাল স্কলারশিপের জন্য আবেদন করা যায়। একেক রিজিয়নের জন্য স্কলারশিপের পরিমাণ ও সময়সীমা ভিন্ন।

ভিসার আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

- সম্পূর্ণরূপে পূরণ করা এবং নিজ হাতে সই করা জাতীয় (টাইপ-ডি) ভিসা আবেদনপত্র।

- সদ্য তোলা ২ কপি রঙিন ছবি।

- ছবিগুলো অবশ্যই আইসিএও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) ফরম্যাটের হতে হবে (আকার ৪ ী ৩ দশমিক ৫ সেন্টিমিটার, সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ও সর্বোচ্চ বিগত ছয় মাসের মধ্যে তোলা)।

- প্রতিটি পৃষ্ঠার অনুলিপিসহ বৈধ পাসপোর্টের আসল কপি।

- পাসপোর্টের মেয়াদ শেনজেনভুক্ত যে কোনো দেশে পৌঁছার তারিখ থেকে পরবর্তী অন্তত তিন মাস হতে হবে। পাসপোর্টে কমপক্ষে দুটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে।

- ইতালির বিশ্ববিদ্যালয় প্রি-এনরোলমেন্টের প্রমাণ : ভর্তি ও অধ্যয়ন খরচ উল্লেখ করা আবশ্যক।

- ইতালির বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার।

- আবেদনকারীর আর্থিক সচ্ছলতার প্রমাণ : ছয় মাস ধরে বাংলাদেশে পরিচালিত যে কোনো ব্যাংকের জারি করা শিক্ষার্থীর ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট।

- কেউ স্পনসর করে থাকলে তার আর্থিক সম্পদের প্রমাণ। বাংলাদেশের কোনো ব্যাংক থেকে দেওয়া স্পনসরের গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।

- স্পনসরের সঙ্গে পারিবারিক সম্পর্কের প্রমাণ (স্পনসর অবশ্যই রক্তের সম্পর্কের বা বৈবাহিক সূত্রে সম্পর্কিত হবেন)।

- স্কলারশিপ পেয়ে থাকলেও উপরোক্ত আর্থিক সম্পদের প্রমাণ প্রদর্শন করা অপরিহার্য।

- ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণস্বরূপ আইইএলটিএস (ন্যূনতম স্কোর ৬) সার্টিফিকেট : শংসাপত্র ইস্যুর তারিখ ভিসার আবেদনের তারিখের আগে দুই বছরের বেশি হওয়া যাবে না।

- ইতালিতে শিক্ষার্থীর বাসস্থানের প্রমাণ এবং বাসাভাড়া চুক্তি।

- বিমানের অগ্রিম টিকিট বুকিংয়ের নথিপত্র।

- ভ্রমণ বীমা : চিকিৎসা ফি, হাসপাতালে ভর্তি, প্রত্যাবাসন খরচসহ সর্বমোট ৩০ হাজার ইউরো (৩৯ লাখ ৬৫ হাজার ৪৮৬ টাকা)।

- বিবাহিত হলে বিবাহের শংসাপত্র, তালাকপ্রাপ্ত হলে বিবাহবিচ্ছেদের শংসাপত্র এবং বিধবা বা বিপত্নীকদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর মৃত্যুর শংসাপত্র।

স্টুডেন্ট ভিসার জন্য আবেদন পদ্ধতি

দীর্ঘমেয়াদি অধ্যয়নে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ইতালির টাইপ-ডি ভিসার জন্য আবেদন করতে হয়। ন্যাশনাল ভিসা নামে পরিচিত এই ভিসায় ৯০ দিনের বেশি ইতালিতে বসবাসের অনুমতি লাভ করা যায়। ভিসার মেয়াদ থাকে নির্বাচিত ফুল টাইম স্টাডি প্রোগ্রামের পুরো সময়। বাংলাদেশি ছাত্রছাত্রীরা ইতালি অভিবাসনের গ্লোবাল পার্টনার ভিএফএসের (ভিসা ফ্যাসিলিটেশন সার্ভিসেস) মাধ্যমে টাইপ-ডি ভিসায় আবেদন করতে পারবেন।

খণ্ডকালীন চাকরির সুযোগ আছে কিনা

ইতালিতে খণ্ডকালীন চাকরির জন্য স্টুডেন্ট ভিসার পাশাপাশি প্রয়োজন হবে রেসিডেন্ট ওয়ার্ক পারমিট। এই পারমিট সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা বা বছরে ১ হাজার ৪০ ঘণ্টা কাজের সুযোগ দেয়।