‘ভারতীয়দের বন্ধু হতে যেও না’, পাকিস্তানের ক্রিকেটারদের সতর্কবার্তা
ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না এক যুগেরও বেশি সময় ধরে। দুই দলের মুখোমুখি হওয়ার একমাত্র উপায় আইসিসি বা এসিসির টুর্নামেন্ট। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতে আইসিসির টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফিতে আবারও মুখোমুখি হবে দুই দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাকিস্তানের ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন দলটির সাবেক ক্রিকেটার মঈন খান।
প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধার জায়গাটা থাকলেও বন্ধু হয়ে যাওয়াটা একদমই পছন্দ না মঈনের। একটি পডকাস্টে হাজির হয়ে তিনি বলেন, ‘আজকাল ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের ক্রিকেটাররা ক্রিজে এলে আমাদের ক্রিকেটাররা তাদের ব্যাট পরীক্ষা করে, প্রশংসা করে এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করে। আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারি না।’
খেলোয়াড়ি জীবনে ভারতীয়দের সঙ্গে মাঠে অনেকবারই তর্কে জড়িয়েছেন মঈন। তিনি জানিয়েছেন, প্রতিপক্ষের প্রতি সম্মান রাখার বিপক্ষে নন তিনি। কিন্তু অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ হওয়াটা দলের জন্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে।
সাবেক উইকেটকিপার মঈনের ভাষ্য, ‘আমাদের সিনিয়ররা সবসময় বলতেন, যখন ভারতের বিপক্ষে খেলতে নামবে কোনো ছাড় দেওয়া যাবে না, এমনকি মাঠে তাদের সঙ্গে কথা বলারও দরকার নেই। যখন তাদের সঙ্গে বন্ধু হতে যাবে, তখন তারা এটাকে তোমার দুর্বলতা ভাববে।’
৫৩ বছর বয়সী মঈন জানান, ভারতের কিছু ক্রিকেটারের প্রতি তিনি মারাত্মক শ্রদ্ধাশীল। তবে, মাঠে সেটি কখনো প্রকাশ করেননি তিনি। মঈন বলেন, ‘আজকাল ভারতের বিপক্ষে খেলার সময় আমাদের খেলোয়াড়দের আচরণ আমার কাছে অকল্পনীয়। এমনকি মাঠের বাইরেও পেশাদার হিসেবে কিছু নির্দিষ্ট সীমারেখা মেনে চলতে হয়।’
সাবেক এই উইকেটকিপার ব্যাটার আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের খেলোয়াড়রা এটা বোঝে না, কিন্তু অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ হওয়াকে মাঠে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখা হয় এবং আপনার পারফরম্যান্সে আপনি স্বয়ংক্রিয়ভাবেই চাপের মুখে পড়ে যাবেন।’
পাকিস্তানের হয়ে ৬৯টি টেস্ট ও ২১৯টি ওয়ানডে খেলেছেন মঈন। বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারাতে না পারা ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপের মধ্যে একটি বলে জানিয়েছেন মঈন তিনি।