গাদ্দাফি স্টেডিয়াম থেকে সরবে না ইমরান খানের নাম, জানাল পিসিবি

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৫, ১৪:০৬
শেয়ার :
গাদ্দাফি স্টেডিয়াম থেকে সরবে না ইমরান খানের নাম, জানাল পিসিবি

পাকিস্তানকে ১৯৯২ সালে বিশ্বকাপ জিতিয়েছিলেন অলরাউন্ডার ইমরান খান। ওই বছর থেকেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তার নামে একটি স্ট্যান্ড রাখা হয়। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গাদ্দাফি স্টেডিয়ামটি সংস্কার করা হয়েছে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, স্টেডিয়ামটির সেই স্ট্যান্ড থেকে ইমরানের নাম মুছে ফেলা হচ্ছে। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

নাম প্রকাশ না করার শর্তে দেওয়া পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’। পিসিবি সূত্র জানায়, ‘স্ট্যান্ড থেকে কোনো নাম পরিবর্তন বা সরানো হয়নি।’ আগের মতোই সবকিছু থাকবে বলেও জানান তিনি। 

রাজনৈতিকভাবে বর্তমানে কোনঠাসা অবস্থায় আছেন সাবেক অধিনায়ক ইমরান। তেহরিক-ই-ইনসাফ পার্টির এই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে পাকিস্তান সরকার। সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে পাঞ্জাব প্রদেশের অ্যাটক জেলে আছেন এবং দুর্নীতির অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে বলেছেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে সম্প্রতি একটি আদালত তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে যথাক্রমে ১৪ এবং সাত বছরের কারাদণ্ড দিয়েছে।

তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ (এন) এবং পাকিস্তান পিপলস পার্টির ক্ষমতাসীন জোট সরকারের বিরোধী। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। সেখানে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ (এন)।