এবার নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

কার্গো শাখায় স্ক্যানিংয়ে ত্রুটি

গোলাম সাত্তার রনি
৩১ জানুয়ারী ২০২৫, ০০:০০
শেয়ার :
এবার নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

কার্গো শাখায় স্ক্যানিং মেশিনে ত্রুটির কারণে এবার চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো শাখা। এই শাখা দিয়ে আকাশপথে প্রতিদিন গার্মেন্টস পণ্য, কাঁচামাল, কাঁকড়াসহ শত শত টন বিভিন্ন পণ্য সারাবিশে^ পাঠানো হয়। গত ১৭ ডিসেম্বর নিরাপত্তাসংক্রান্ত এক সভায় শাহজালালের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাড়াতে বেবিচক চেয়ারম্যান বরাবর ৫টি সুপারিশ করা হয়। এর আগে সিলেটের ওসমানী বিমানবন্দরেও একই ত্রুটি ধরা পড়েছিল।

গত রবিবার ওই সভার সুপারিশমালা পেয়ে বেবিচক চেয়ারম্যান বিষয়টি জরুরি উল্লেখ করে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। ওই সভার কার্যবিবরণীতে বলা হয়, রপ্তানি কার্গো কমপ্লেক্সে স্থাপিত এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) ও এক্সরে মেশিন সচল না থাকায় আরএ-৩ স্ট্যাটাস ঝুঁকিতে ছিল। সার্বক্ষণিক কমপক্ষে ২টি ইডিএস মেশিন সচল রাখার বিষয়ে সদস্য (নিরাপত্তা) গুরুত্ব আরোপ করেন।

সিনিয়র সিকিউরিটি কনসালটেন্ট উইং কমান্ডার (অব.) এম সাহিদুর রহমান সভাকে জানান, গত ১০ ডিসেম্বর পরিবহন বিভাগ রপ্তানি কার্গো কমপ্লেক্সের আরএ-৩ এলাকায় পরিদর্শনকালে চারটি ইডিএসের মধ্যে গত ১৩ নভেম্বর থেকে ২ অক্টোবর মাত্র একটি ইডিএস মেশিন সচল পাই। এতে তিনি অসন্তোষ প্রকাশ করে কমপক্ষে দুটি ইডিএস মেশিন সচল রাখার নির্দেশনা দেন।

সভা থেকে ৫টি বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে, রপ্তানি কার্গো কমপ্লেক্সের আরএ-৩ এলাকায় মালামাল সাত দিন ২৪ ঘণ্টা স্ক্রিনিংয়ের জন্য সার্বক্ষণিক কমপক্ষে দুটি ইডিএস মেশিন সচল রাখতে হবে। আরএ-৩ এলাকার লোডিং এরিয়া, মেশিন রুম ও বিল্ডআপ এলাকাতে ধুলাবালি ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে। সেক্ষেত্রে ইডিএস ও এক্সরে মেশিনরুম লিকপ্রুফ করা কিংবা মেশিন রুমে কার্পেট বিছানো যায় কি না, তার একটি সম্ভাব্যতা যাছাই ব্যয় নির্ধারণ করে দুই সপ্তাহের মধ্যে বেবিচক চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে হবে।

র-এ তে থাকা লিডোস এমভি-৩ডি মেশিনটি রপ্তানি কার্গো কমপ্লেক্সের আরএ-৩ এলাকায় স্থাপন করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সাত সদস্যের কমিটি গঠন করতে হবে। রপ্তানি কার্গো কমপ্লেক্সে পুরাতন ডিভি এক্সরে মেশিনের এসটিপি পুরোপুরি কমপ্লায়েন্ট কি না, এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষাসাপেক্ষে দুই সপ্তাহের মধ্যে বেবিচক চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে হবে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো রপ্তানি চালুর জন্য নতুন একটি ইডিএস মেশিন ক্রয়ের প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে।