ডর্টমুন্ডে নুরি শাহিনের স্থলাভিষিক্ত কোভাচ
বুরুশিয়া ডর্টমুন্ড দিয়ে কোচিং পেশায় দীর্ঘ বিরতির পর ফিরছেন নিকো কোভাচ। বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ জার্মান ক্লাবটি নুরি শাহিনের স্থলাভিষিক্ত হলেন।
আজ বৃহস্পতিবার বুন্ডেসলিগার ক্লাবটি এক বিবৃতিতে ৫৩ বছর বয়সী কোভাচকে দায়িত্ব দেওয়ার কথা জানায়।
২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত ১৯ মাস বায়ার্নে কাজ করেছেন কোভাচ। তিনি গত বছরের মার্চে আরেক জার্মান ক্লাব ভলফসবুর্কের দায়িত্ব ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন।
এর আগে একের পর এক ম্যাচে ব্যর্থতায় গত ২২ জানুয়ারি নুরি শাহিনকে ছাঁটাই করে ডর্টমুন্ড।
বুন্ডেসলিগায় ১৯ ম্যাচ খেলা ডর্টমুন্ড ৭ জয়ে টেবিলে একাদশ স্থানে আছে। ইউক্রেইনের ক্লাব শাখতার দোনেৎস্ককে বুধবার ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা।