চ্যাম্পিয়নস লিগ /

সরাসরি শেষ ষোলো ও প্লে অফে কারা

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৫, ১০:৫৩
শেয়ার :
সরাসরি শেষ ষোলো ও প্লে অফে কারা

ভিন্ন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের খেলা শেষ হয়েছে গতকাল বুধবার রাতে। ৩৬টি দল নিয়ে অনুষ্ঠিত লিগ পর্ব থেকে ২৪টি দল উঠেছে নকআউট পর্বে। এর মধ্যে শীর্ষ আট দল সরাসরি খেলবে শেষ ষোলোতে। আর নবম থেকে ২৪তম দলগুলো প্লে-অফ খেলে সেরা আটে জায়গা করে নিতে পারলে শেষ ষোলোতে খেলবে।

গতকালের আগের রাউন্ডে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছিল শুধু লিভারপুল ও বার্সেলোনা। গতকাল রাতে সেই দলে যোগ দিয়েছে আরও ৬ ক্লাব। আর আগেই ৯ দলের বিদায় নিশ্চিত হওয়ায় ২৫ দলের ভাগ্য ঝুলে ছিল শেষ রাউন্ড পর্যন্ত। 

শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে খেলবে যারা

লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা।

৯ম থেকে ২৪তম, প্লে-অফে খেলতে হবে যাদের

রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, আতালান্তা, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, পিএসভি আইন্দহোভেন, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ক্লাব ব্রুজ, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি ও স্পোর্তিং লিসবন।

লিগ পর্বেই বাদ যারা

জিরোনা, রেড বুল সালসবুর্ক, দিনামো জাগরেব, স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ, স্টুহাম খাৎস, স্পার্তা প্রাহা, লাইপজিগ ও স্লোভান ব্রাটিস্লাভা।

গতকাল রাতে ১৮ ম্যাচের ফল

ব্রেস্ত ০ : ৩ রিয়াল মাদ্রিদ

বার্সেলোনা ২ : ২ আতালান্তা

ম্যান সিটি ৩ : ১ ক্লাব ব্রুগা

স্টুর্টগার্ট ১ : ৪ পিএসজি

পিএসভি ৩ : ২ লিভারপুল

বায়ার্ন মিউনিখ ৩ : ১ স্লোভান ব্রাতিস্লাভা

ডর্টমুন্ড ৩ : ১ শাখতার দোনেৎস্ক

লেভারকুসেন ২ : ০ স্পার্তা প্রাগ

জিরোনা ১ : ২ আর্সেনাল

ইয়ং বয়েজ ০ : ১ রেডস্টার

লিল ৬ : ১ ফেইনুর্ড

জুভেন্টাস ০ : ২ বেনফিকা

অ্যাস্টন ভিলা ৪ : ২ সেল্টিক

দিনামো জাগরেভ ২ : ১ এসি মিলান

ইন্টার মিলান ৩ : ০ মোনাকো

স্টুর্ম গ্রাৎস ১ : ০ আরবি লাইপজিগ

সালজবুর্গ ১ : ৪ আতলেতিকো মাদ্রিদ

লিসবন ১ : ১ বোলোনা