বাবরের রেকর্ড ছিনিয়ে নেওয়ার দ্বারপ্রান্তে ভারতের তিলক
টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা দ্বিতীয় স্থানে উঠেছেন ভারতের তিলক ভার্মা। আজ বুধবার প্রকাশিত আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায়, শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান তারকা ট্রাভিস হেডের পরের অবস্থানেই ২২ বছর ৮২ দিন বয়সী তিলক। এত অল্প বয়সে র্যাঙ্কিংয়ের এত ওপরে উঠে পাকিস্তানি তারকা বাবর আজমের রেকর্ডকে হুমকির মুখে ফেলেছেন তিনি।
সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি ব্যাটার র্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠেছিলেন বাবর। ২০১৮ সালে এই রেকর্ড গড়া পাকিস্তানের সাবেক এই অধিনায়কের বয়স হয়েছিল ২৩ বছর ১০৫ দিন। ২২ বছরের তিলকের সামনে সুযোগ আছে বাবরের চেয়েও কম বয়সে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার।
তিলকের বর্তমান রেটিং ৮৩২। টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে যা চতুর্থ সর্বোচ্চ। এর চেয়েও বেশি রেটিং তুলেছিলেন সূর্যকুমার যাদব, বিরাট কোহলি ও লোকেশ রাহুল। বর্তমানে ২৩ টি-টোয়েন্টি খেলা তিলকের রান ৭২৫, গড় ৫৫.৭৬ ও স্ট্রাইকরেট ১৫৫.২৪। এই সময়ে দুইটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি।
এদিকে টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে ৪৪ দিন ধরে শীর্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনকে নামিয়ে দিলেন আদিল রশিদ। দ্বিতীয়বারের মতো এই চূঁড়ায় উঠলেন তিনি। ইংল্যান্ড-ভারত সিরিজের পারফরম্যান্সে অনেকের র্যাঙ্কিংয়েরই উত্থান-পতন হয়েছে। ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়ে ৩২ নম্বরে লিয়াম লিভিংস্টোন। বোলিংয়ে ২৫ ধাপ এগিয়ে পাঁচ নম্বরে বরুণ চক্রবর্তী, ১৩ ধাপ এগিয়ে জোফরা আর্চার ষষ্ঠ ও ৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে অক্ষর প্যাটেল।
এদিকে, পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার মুলতান টেস্টও ভূমিকা রেখেছে র্যাঙ্কিংয়ে। ক্যারিয়ারসেরা অবস্থানে গেছেন পাকিস্তানের স্পিনার নোমান আলী ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান। ৮০৬ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে গেছেন নোমান। মাত্র ১২তম পাকিস্তানি বোলার হিসেবে ৮০০-এর বেশি রেটিং পয়েন্ট হলো তার। আর সিরিজের সেরা ওয়ারিকান ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫তম স্থানে।