রোহিত কি সত্যিই গাভাস্কারের বিরুদ্ধে অভিযোগ করেছেন?

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৫, ১৬:৩৭
শেয়ার :
রোহিত কি সত্যিই গাভাস্কারের বিরুদ্ধে অভিযোগ করেছেন?

ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের বিরুদ্ধে নাকি ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের কাছে অভিযোগ করেছেন ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক রোহিত শর্মা। অন্য একটি ওয়েবসাইটের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সিরিজের সময় রোহিতের বাজে ফর্ম নিয়ে ‘অনেক বেশি নেতিবাচক’ ছিলেন গাভাস্কার। বিষয়টি নিয়ে নাকি উদ্বেগ প্রকাশ করেছেন রোহিত। অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ম্যাচে সন্তানের আগমনের কারণে খেলেননি রোহিত। পরের তিন ম্যাচে মাত্র ৩১ রান করেছেন ভারত অধিনায়ক। পরে সিডনিতে সিরিজের শেষ টেস্টে নিজেকেই একাদশ থেকে সরিয়ে নেন তিনি। 

সিডনি মর্নিং হেরাল্ডে লেখা এক কলামে গাভাস্কার লিখেছিলেন, ‘যদি রোহিত মেলবোর্ন ও সিডনিতে রান না করে, তাহলে সে অধিনায়কত্ব থেকে সরে যাবে। এক্ষেত্রে সে নির্বাচকদের ঘোষণা দেওয়ার অপেক্ষাও করবে না।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোহিত জানিয়েছেন পারফরম্যান্স নিয়ে তাকে বাইরে থেকে অতিরিক্ত চাপ দেওয়া হয়েছে। যা মারাত্মক অস্বস্তিকর ব্যাপার। রোহিত মনে করেছেন ওইভাবে রোহিতকে সমালোচনা করার কোনো দরকার ছিল না গাভাস্কারের। এ কারণেই বিসিসিআইয়ের কাছে গাভাস্কারের বিরুদ্ধে অভিযোগ করেছেন রোহিত। 

রোহিত ফর্মে নেই অনেকদিন ধরেই। সবশেষ ১৫ ইনিংসে ১০.৯৩ গড়ে মাত্র ১৬৪ রান করেছেন তিনি। তার অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ওঠা হয়নি ভারতের।