খেলোয়াড়দের হোটেল ছাড়া নিয়ে যে ব্যাখ্যা রাজশাহী কর্তৃপক্ষের
চলতি বিপিএলে সবচেয়ে বেশি বিতর্ক ছড়িয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। যথাসময়ে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়া, সেটি না পাওয়ায় বিদেশিদের খেলতে অস্বীকৃতি জানানো, খরচ কমাতে হোটেল বদল; এসব কারণে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে দলটির মালিকপক্ষ। এবার অভিযোগ উঠেছে, যেসব খেলোয়াড়দের বাসা ঢাকায় তাদের নাকি হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিক। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে মালিকপক্ষ।
আত্মপক্ষ সমর্থন করে একটি বিবৃতি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েকজন ক্রিকেটারের অনুরোধের প্রেক্ষিতে দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট তাদের তিন দিনের ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুরোধ মূলত ঢাকায় বাস করা ক্রিকেটারদের ছিল। তবে যারা ঢাকার বাইরে বসবাস করে, তারা বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে ঢাকায় টিম হোটেলেই অবস্থান করছেন। যাদের ঢাকায় বাসা আছে তারা চাইলেও যখন ইচ্ছা হোটেলে চেক-ইন করতে পারবেন।’
বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘চলমান বিপিএলে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে এরই মধ্যে লিগ পর্বের খেলা শেষ করেছে রাজশাহী এবং পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এই দলটার প্লে-অফে জায়গা করে নেয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে এবং ফ্র্যাঞ্চাইজিটি অপরাপর ফ্র্যাঞ্চাইজির লিগ পর্যায়ের খেলা শেষের অপেক্ষা করছে।’
মূলত, আগামী বেশ কিছুদিন খেলা নেই রাজশাহীর। প্লে-অফের দৌঁড়ে দলটি টিকে আছে ভালোভাবেই। তবে তাদের ভাগ্য এখন টেবিলের অন্যদের ওপর নির্ভর করছে। আগামী ১ ফেব্রুয়ারি লিগ পর্বের খেলা শেষেই জানা যাবে রাজশাহীর ভাগ্য। ততদিন পর্যন্ত বিশ্রাম পাচ্ছে পদ্মাপাড়ের দলটি।