১০,০০০ রানের মাইলফলকে স্মিথ
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ঘরের মাঠ সিডনিতে ১ রানের আক্ষেপে পুড়তে হয়েছিল স্টিভেন স্মিথকে। ভারতের বিপক্ষে সেদিন ৯৯৯৯ টেস্ট রানে বিদায় নিয়েছিলেন তিনি। সেদিন উদযাপন করতে ব্যর্থ হওয়ায় তিনি আফসোসও করেছিলেন। অবশেষে শ্রীলংকার মাটিতে ধরা দিল সেই মাইলফলক।
আজ মুখোমুখি হওয়া প্রথম বলটাকে মিড অনের দিকে ঠেলেই দৌড়ে একটি রান পেয়ে যান স্মিথ। আর তাতেই চতুর্থ অস্ট্রেলিয়ান ও বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের কীর্তি ছুঁলেন স্মিথ।
এর আগে শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনের পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ৯৯৯৯ রানের মাথায় আউট হয়েছিলেন স্মিথ। তবে একদিকে হয়তো ব্যাপারটি ভালোই হয়েছে। কেননা অধিনায়ক হিসেবেই যে আজ ১০ হাজার রানের মাইলফলক উদ্যাপন করতে পারলেন স্মিথ। ১০ হাজারি ক্লাবে অস্ট্রেলিয়ার প্রথম তিনজন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং, তিনজনই ১০ হাজার ছোঁয়ার ম্যাচে দলের অধিনায়ক ছিলেন।