জুভেন্টাসের সঙ্গে ব্রাজিলের দানিলোর চুক্তি বাতিল
জুভেন্টাসের সঙ্গে দানিলোর সাড়ে পাঁচ বছরের অধ্যায় শেষ হয়েছে। এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইতালিয়ান জায়ান্ট দলটি ছাড়লেন।
৩৩ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছে সিরিআর দলটি।
আগামী জুন পর্যন্ত দানিলোর চুক্তির মেয়াদ ছিল। তবে তার আগেই চলে গেলেন তিনি। তিনি গত মাসে জুভদের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেন।
এর আগে ২০১৯ সালের অগাস্টে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ঘুরে জুভেন্টাসে যোগ দেন দানিলো। দলটির হয়ে ২১৩ ম্যাচ খেলে তিনি গোল করেন ৯টি। ২০১৯-২০ মৌসুমে জেতেন সিরিআ শিরোপা। এছাড়া ইতালিয়ান কাপ জেতেন দুটি, ইতালিয়ান সুপার কাপ একটি।