নেইমারের সঙ্গে সম্পর্কের ইতি টানল আল হিলাল

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৯
শেয়ার :
নেইমারের সঙ্গে সম্পর্কের ইতি টানল আল হিলাল

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। নেইমারের সঙ্গে আল হিলালের সম্পর্কের ইতি হয়েছে। ব্রাজিলিয়ান তারকার পরের গন্তব্য হতে পারে শৈশবের ক্লাব সান্তোস।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আল হিলাল জানায়, পারস্পরিক সমঝোতায় নেইমারের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে তাদের। ৩২ বছর বয়সী তারকাকে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানায় সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ক্লাবটি।

এর আগে ২০২৩ সালের অগাস্টে পিএসজি থেকে আল হিলালে নাম লেখান নেইমার। তবে কিছুদিন পরই জাতীয় দলের হয়ে খেলতে নেমে ভয়াবহ চোট পান। বাঁ হাঁটুর সেই চোট তাকে মাঠের বাইরে রাখে এক বছরের বেশি সময়। পরে দীর্ঘ পুনবার্সন শেষে মোটামুটি ফিট হয়ে মাঠে ফেরেন গত অক্টোবরে। ফেরার পরপরই আবার মাঠের বাইরে ছিটকে পড়েন হ্যামস্ট্রিংয়ের চোটে।

সৌদি প্রো লিগের দল আল হিলালে এই প্রায় দেড় বছরে স্রেফ ৭টি ম্যাচ খেলেছেন নেইমার। গোল করতে পেরেছেন মোটে একটি।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, দু-একদিনের মধ্যেই সান্তোসের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নেইমারের। প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি হবে, পরে যা এক বছর বাড়ানোর সুযোগ থাকবে।

সান্তোসের একাডেমির হয়েই ১১ বছর বয়সে স্বপ্নের পিছু ছুটতে শুরু করেন নেইমার। এই ক্লাবের জার্সিতেই পেশাদার ফুটবলে অভিষেক ১৭ বছর বয়সে। এখানে দুর্দান্ত পারফর্ম করেই ২০১০ সালে জায়গা করে নেন জাতীয় দলে। ২০১৩ সালে সান্তোস ছেড়ে পাড়ি জমান তিনি বার্সেলোনায়। সেখানে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে গড়ে তোলেন দুর্দান্ত এক আক্রমণভাগ।

পরে বার্সেলোনায় একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা ও তিনটি কোপা দেল রে জিতে ২০১৭ সালে তিনি খুঁজে নেন নতুন ঠিকানা। বিশ্বরেকর্ড গড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে তাকে দলে নেয় পিএসজি। সেখানে তিনি জেতেন ৫টি লিগ শিরোপা, তিনটি ফরাসি কাপ ও দুটি লিগ কাপের ট্রফি। এরপর ৯ কোটি ৭৬ লাখ ডলারে তিনি পড়ি জমান আল হিলালে।