রংপুরের পর সিলেটকে হারিয়ে তিনে রাজশাহী

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৫, ২১:৫৯
শেয়ার :
রংপুরের পর সিলেটকে হারিয়ে তিনে রাজশাহী

চলতি বিপিএলে আসরের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের প্রথমভাগে অবস্থা নড়বড়ে দেখালেও গ্রুপপর্বের শেষদিকে ঝলক দেখাচ্ছেন তাসকিন আহমেদরা। গত ম্যাচে রংপুর রাইডার্সকে হারানোর পর আজ সিলেট স্ট্রাইকার্সকে হারালো রাজশাহী। তাতে খুলনা টাইগার্সকে হটিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এল তারা। ১২ ম্যাচে ১২ পয়েন্ট তাদের।  

আজ সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করা সিলেট ৯ উইকেট হারিয়ে থামে ১১৭ রানে। জবাব দিতে নেমে একটা সময় শঙ্কা জাগলেও আকবর আলী ও রায়ান বার্লের ব্যাটে ৫ উইকেটের সহজ জয় পায় রাজশাহী। 

১১৮ রানের লক্ষ্যে এক পর্যায়ে ২২ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে রাজশাহী। দলের হয়ে কোনো ভূমিকাই রাখতে পারেননি সাব্বির হোসাইন, জিশান আলম, এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বি। এরপরই প্রতিরোধ গড়ে তোলেন আকবর ও বার্ল। ৬২ বলে ৭৫ রান যোগ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন এই দুজন। ৯৭ রানের মাথায় আকবর (৩৮ বলে ৪৩) ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বার্ল। ২ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করা এই জিম্বাবুইয়ান ৩৪ বলে ৫টি চারের পাশাপাশি হাঁকান ২টি ছক্কা। 

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মৃত্যুঞ্জয় চৌধুরির তোপে পড়ে সিলেট। দুই ওপেনার সামিউল্লাহ শেনওয়ারি ও আরিফুল হককে শিকার বানান তিনি। তবে সিলেটের ওপরে সবচেয়ে বড় ধংসযজ্ঞটা চালান ২১ বছর বয়সী তরুণ অফ স্পিনার এসএম মেহরাব। মাঝের ওভারগুলোতে তার দাপটেই ১১৭ রানে থামে সিলেট। 

সিলেটের হয়ে বিশের ঘরে রান পান কেবল জাকির হাসান, আহসান ভাট্টি ও সুমন খান। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন মেহরাব। সমান ওভারে ৩৩ রান দেওয়া মৃত্যুঞ্জয়ের শিকার ৩ উইকেট।