বিচ্ছেদ চেয়েও স্বামীর দুরবস্থা দেখে সিদ্ধান্ত বদলান কাম্বলির স্ত্রী

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৫, ২১:০১
শেয়ার :
বিচ্ছেদ চেয়েও স্বামীর দুরবস্থা দেখে সিদ্ধান্ত বদলান কাম্বলির স্ত্রী

তুমুল সম্ভাবনা নিয়ে ভারতীয় ক্রিকেটে আবির্ভাব হয়েছিল বিনোদ কাম্বলির। এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে শচীন টেন্ডুলকারের চেয়েও বেশি সাড়া ফেলেছিলেন তার বন্ধু কাম্বলি। তবে মাদক এলোমেলো করে দেয় তার ক্যারিয়ার। দ্রুতই ব্যর্থতার চোরাবালিতে হারিয়ে যান কাম্বলি। সম্প্রতি তার স্ত্রী আন্দ্রেয়া হেউইট জানালেন, মাদকাসক্ত স্বামীকে ডিভোর্স (বিচ্ছেদ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে তার অসহায় অবস্থা দেখে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। 

নোয়েল্লা লুইসের সঙ্গে বিচ্ছেদের পর আন্দ্রেয়াকে বিয়ে করেন কাম্বলি। একটি বিলবোর্ড বিজ্ঞাপনে আন্দ্রেয়াকে দেখে প্রেমে পড়ে যান ভারতের সাবেক এই ক্রিকেটার। পরে ২০০৬ সালে ব্যক্তিগত পরিসরে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের কাজ সারেন আন্দ্রেয়া-কাম্বলি দম্পতি। 

চলতি মাসের শুরুতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষে হওয়া অনুষ্ঠানে কাম্পলির সঙ্গে দেখা দেখে আন্দ্রেয়াকে। সেখানে সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার সময় কাম্বলিকে উঠে দাঁড়াতে সাহায্য করেন আন্দ্রেয়া। গত ১৯ জানুয়ারি একটি হাসপাতালে কাম্বলির ৫৩তম জন্মদিন পালন করেন তারা। 

সম্প্রতি এক সাংবাদিকের পডকাস্টে হাজির হয়ে আন্দ্রেয়া বলেন, ‘একবার আমি বিষয়টা (বিচ্ছেদ) নিয়ে ভেবেছিলাম। কিন্তু আমি তখন অনুভব করলাম, আমি যদি তাকে (কাম্বলি) ছেড়ে যাই, তাহলে সে অসহায় হয়ে পড়বে। সে বাচ্চার মতো এবং এটাই আমাকে কষ্ট দিয়েছিল। আমাকে চিন্তিত করে ফেলেছিল বিষয়টি। আমি (এই অবস্থায়) কোনো বন্ধুকেও ছেড়ে যেতে পারব না, আর সে তো তার চেয়ে অনেক বেশি কিছু। আমার মনে আছে, এমনও হয়েছে যে আমি (ছেড়ে) চলে গিয়েছি। কিন্তু পরমুহূর্তেই উদ্বিগ্ন হয়ে যেতাম যে, সে (কাম্বলি) খেয়েছে কি না? সে কি ঠিকমতো শুয়েছে? সে কি ঠিক আছে? তারপর আমি তাকে দেখতে যেতাম এবং তারপর বুঝতাম যে আমাকে আসলে তার দরকার।’

মাদকাসক্তির কারণে ১৪ বার পুনর্বাসন কেন্দ্রে যেতে হয়েছে কাম্বলিকে। বিবাহের ১৭ বছর পর ২০২৩ সালের ফেব্রুয়ারিত পারিবারিক নির্যাতন চালানোর অভিযোগে কাম্বলির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিয়েছিলেন আন্দ্রেয়া। ভারতীয় সংবাদমাধ্যম অনুয়ায়ী, রান্না করার একটি প্যান আন্দ্রেয়ার দিকে ছুঁড়ে মেরেছিলেন কাম্বলি।