পারলেন না সাইফউদ্দিন, বিদেশি ছাড়া রাজশাহীর শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৫, ২২:১৯
শেয়ার :
পারলেন না সাইফউদ্দিন, বিদেশি ছাড়া রাজশাহীর শ্বাসরুদ্ধকর জয়

শেষ ওভারে রংপুর রাইডার্সের দরকার ছিল ২৫ রান, হাতে ২ উইকেট। দুর্বার রাজশাহীর জিশান আলমের করা সেই ওভারের প্রথম ২ বলে ছক্কা হাঁকিয়ে সমীকরণ অনেকটাই সহজ করে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে স্ট্রাইক নিজের প্রান্তে রাখতে চাওয়ায় পরের দুই বলে সুযোগ পেয়েও রান নেননি সাইফউদ্দিন। তাই শেষ দুই বলে চার-ছক্কা হাঁকালেও ২ রানে হার দেখে রংপুর। ব্যর্থ হয় সাইফউদ্দিনের ৩১ বলে ৫২ রান। 

আজ রাজশাহীর জয়টি বেশ ঘটনাবহুল। পারিশ্রমিক কাণ্ডে আগেই থেকেই বিতর্কে জড়িয়েছিল বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর নাম। তাসকিন আহমেদ ছাড়া দলে নেই কোনো বড় নামও। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামার আগে সবচেয়ে বড় বিতর্কে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। পারিশ্রমিক শোধ না করায় বিদেশি ক্রিকেটাররা খেলতে না আসায় শুধু দেশি ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজাতে বাধ্য হয় রাজশাহী। এমন দল নিয়েই টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সকে হারিয়ে দিলো দলটি। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২ রানের জয় পেয়েছে রাজশাহী। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৯ রানে থামে পদ্মাপাড়ের দলটি। জবাব দিতে নেমে মৃত্যুঞ্জয় চৌধুরী-মোহর শেখদের তোপে পড়ার পর জয়ের একদম কাছাকাছি গিয়ে ১১৭ রানে থামে রংপুর। 

১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রংপুর ২ রানের মাথায়ই তাসকিন আহমেদের বলে স্টিভেন টেইলরকে হারায়। এরপর রংপুরের ইনিংসে ত্রাস ছড়ান মৃত্যুঞ্জয়। একে একে ফিরিয়ে দেন সাইফ হাসান, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান ও নুরুল হাসান সোহানকে। মৃত্যুঞ্জয়ের পর রংপুরের দুই পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার আহমেদ ও খুশদিল শাহকে ফেরান পেসার মোহর শেখ। পঞ্চাশের আগেই ৭ উইকেট শেষ রংপুরের। 

এরপরই নিজের ‘ম্যাজিক’ দেখান সাইফউদ্দিন। অষ্টম উইকেটে রাকিবুল হাসানকে নিয়ে ৪৮ বলে যোগ করেন ৫২ রান। রাকিবুল (২২ বলে ২০) দলীয় ৯১ রানে আউট হলেও আকিফ জাভেদকে (২ বলে ৪) নিয়ে দলকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন সাইফউদ্দিন। তবে শেষ পর্যন্ত সফল হতে পারেননি তিনি। 

এর আগে প্রথমে ব্যাট করে রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১৯ রানে থামে রাজশাহী। ৫৬ রানের মধ্যে ৬ উইকেট হারানো দলটিকে ১১৯ রান পর্যন্ত নিয়ে যাওয়ার কারিগর নয় নম্বরে নামা সানজামুল ইসলাম। ২৯ বলে দলীয় সর্বোচ্চ ২৮* রান করেন তিনি। দশ নম্বরে নামা তাসকিন ৮ বলে করেন ১৩ রান। 

প্রথম আট ম্যাচ জেতা রংপুর টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল। তারপরও পয়েন্ট টেবিলে অবশ্য শীর্ষস্থানেই আছে তারা। এরই মধ্যে নিশ্চিত করেছে প্লে-অফ। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। আর ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল রাজশাহী। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া ফরচুন বরিশালেরও প্লে অফ খেলা নিশ্চিত হয়েছে।