চেহারা সুন্দর হওয়ায় বিপদে পড়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৫, ২১:১০
শেয়ার :
চেহারা সুন্দর হওয়ায় বিপদে পড়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার

‘আমারও বিবাহের আলাপ চলতাছে। চেহারা ছবি সুন্দর হওনে যে বিপদে পড়ছি। খালি সম্বন্ধ আসে।’ হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’তে হোসনে আরা পুতুলের বলা এই ডায়ালগ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। পর্দার সেই ঘটনা যেন বাস্তব হয়ে এসেছে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার আহমেদ শেহজাদের জীবনে।

চেহারা সুন্দর হওয়ায় ক্যারিয়ারে বেশ সমস্যার মুখোমুখি হয়েছিলেন বলে জানান ২০১৯ সালে টি-টোয়েন্টিতে সবশেষ পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা শেহজাদ। এই কারণে দলের সিনিয়র ক্রিকেটারদের লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জানান তিনি। 

শেহজাদ বলেন, ‘সুদর্শন হওয়াটা আমার অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমাদের এই জায়গায় (ক্রিকেটে), যদি তুমি দেখতে সুন্দর হও, পোশাক পরতে জানো এবং ভালো কথা বলতে জানো, তাহলে কিছু লোক তোমাকে বিরক্ত করতে শুরু করবে।’

পাকিস্তানের হয়ে এক সময় ওপেনিংয়ে নামা এই ক্রিকেটার আরও বলেন, ‘পাকিস্তান দলের ভেতরে আমি এর জন্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলাম। আমি এখানে নিজের সাফাই গাইছি না। তবে আরও অনেকে আছেন যারা এর মুখোমুখি হয়েছেন। যদি তোমার ভক্ত-সমর্থক বাড়ে এবং মানুষ তোমাকে প্রশংসা করে, তাহলে কিছু সিনিয়র খেলোয়াড়ের পক্ষে তা মেনে নেওয়া কঠিন।’

শেহজাদের ভাষ্য, ‘আমরা ছোট এলাকা থেকে এসেছি। আমি লাহোরের আনারকলিতে থাকতাম এবং যখন আমি নামডাক পেতে শুরু করলাম, আমি নিজেকে গড়তে এবং আমার ব্যক্তিত্ব উন্নয়নে কাজ করছিলাম। কিন্তু এটি পাকিস্তানের (দলের) ভেতরেও উল্লেখযোগ্য সমস্যা তৈরি করেছে।’

৬ বছর আগে পাকিস্তান জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলা শেহজাদ ওয়ানডে ও টেস্ট সংস্করণ ছেড়েছেন তারও ২ বছর আগে। পাকিস্তানের হয়ে ৫ হাজারের ওপর রান আছে তার। দলটির ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের সদস্য তিনি। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে বর্তমানে পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করতে দেখা যায়।