টি-টোয়েন্টিতে ইতিহাস নতুন করে লিখলেন তিলক

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৫, ১৭:৪৩
শেয়ার :
টি-টোয়েন্টিতে ইতিহাস নতুন করে লিখলেন তিলক

ইংল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৮ রানের মধ্যেই ৫ উইকেট হারায় ভারত। দল যখন পরাজয়ের শঙ্কায় তখন দোর্দণ্ড প্রতাপ নিয়ে ব্যাটিং করেন তিনে নামা তিলক ভার্মা। গতকাল শনিবার চেন্নাইয়ে ৫৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটার। 

শুধু গতকালের ম্যাচেই নয়, নিজের খেলা আগের তিনটি টি-টোয়েন্টি ইনিংসেও অপরাজিত ছিলেন তিলক। ইনিংসগুলো ছিল যথাক্রমে- ১৯*, ১২০* ও ১০৭* রানের। অর্থাৎ, আউট না হয়েই তিন শ’র ওপর রান এসেছে তিলকের ব্যাটে। টি-টোয়েন্টিতে যা প্রথম ঘটনা। এর আগে, আউট না হয়ে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল নিউজিল্যান্ডের মার্ক চাপম্যানের দখলে। ২৭১ রান পর্যন্ত করেছিলেন তিনি। তিলকের সামনে রান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। 

টি-টোয়েন্টিতে দুই আউটের মধ্যে সর্বোচ্চ রান (পূর্ণ সদস্য দেশের জন্য প্রযোজ্য)

*তিলক ভার্মা (ভারত)- ৩১৮ (১০৭*, ১২০*, ১৯*, ৭২*)

*মার্ক চাপম্যান (নিউজিল্যান্ড)- ২৭১ (৬৫*, ১৬*, ৭১*, ১০৪*, ১৫)

*অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ২৪০ (৬৮*, ১৭২)

*শ্রেয়াস আইয়ার (ভারত)- ২৪০ (৫৭*, ৭৪*, ৭৩*, ৩৬)

*ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৩৯ (১০০*, ৬০*, ৫৭*, ২*, ২০)