২০২৪ সালের সেরা উদীয়মান ক্রিকেটার শ্রীলংকার
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিভিন্ন বিভাগের বছরসেরা পুরস্কারে জয়জয়কার শ্রীলংকান ক্রিকেটারদের। লংকানদের সাফল্যের ভান্ডারে আরও রসদ যোগ করলেন কামিন্দু মেন্ডিস। আইসিসি কর্তৃক ২০২৪ সালের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।
ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে পঞ্চাশের ওপর গড় নিয়ে ১ হাজার ৪৫১ রান করেছেন কামিন্দু। গত বছর দলের বিপদের সময় ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। সেটা যে সংস্করণের ক্রিকেটই হোক। এর মধ্যে টেস্টে সবচেয়ে সফল ছিলেন কামিন্দু। ৭৪.৯২ গড়ে ১ হাজার ৪৯ রান এসেছে এই ব্যাটারের ব্যাট থেকে। বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিয়েছেন তিনি।
এদিকে, আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে বছরের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নামিবিয়ার অধিনায়ক জেরহার্ড এরাসমাস। বছরজুড়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৮টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যার বেশিরভাগই এসেছে দলের প্রয়োজনীয় মুহূর্তে। সবমিলিয়ে ২৫ ম্যাচে ৭২৭ রান করেছেন তিনি। বল হাতেও বেশ সফল এরাসমাস। ঝুলিতে ভরেছেন ৩৬ উইকেট।
এশা ওজা। ছবি: আইসিসি
আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে বছরের সেরা নারী ক্রিকেটার হিসেবে আইসিসি নির্বাচিত করেছে সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক এশা ওজাকে। গত বছর টপ অর্ডারে নেমে দলের হয়ে গুরুত্বপূর্ণ রান করার পাশাপাশি অসংখ্য উইকেট শিকার করেছেন তিনি। গত বছর অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওমেন’স প্রিমিয়ার কাপ জিতেছে আরব আমিরাত। সর্বোচ্চ রান সংগ্রহ করা ওজা হয়েছেন টুর্নামেন্টসেরা। সবমিলিয়ে ২০টি টি-টোয়েন্টি খেলে ৭১১ রান করার পাশাপাশি ১৬ উইকেট ঝুলিতে আছে তার।