ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী পাচ্ছেন অশ্বিন
ভারতীয় প্রজাতন্ত্র দিবসের আগের ঘোষিত হলো দেশটির পদ্ম পুরস্কার প্রাপকদের নামের তালিকা। যেখানে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী মিলিয়ে ১৩৯ জন এবার পদ্মসম্মানে ভূষিত হচ্ছেন ৷ এই তালিকায় ক্রীড়াজগতেরও বেশ কিছু নাম রয়েছে ৷ তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান অর্থাৎ পদ্মভূষণ সম্মান পাচ্ছেন অলিম্পিক হকিতে জোড়া ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের সাবেক গোলরক্ষক পিআর শ্রীজেশ ৷ আর চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হচ্ছেন সাবেক ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন।
পদ্মশ্রী প্রাপকদের তালিকায় অশ্বিন ছাড়া অন্যরা হলেন, সাবেক ফুটবলার আইএম বিজয়ন, প্যারালিম্পিয়ান হরবিন্দর সিং এবং প্যারা-কোচ সত্যপাল সিং ৷
২০২০ সালে টোকিয়ো অলিম্পিক ও ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি দলের ব্রোঞ্জজয়ের অন্যতম কাণ্ডারী শ্রীজেশ ৷ অতন্দ্র প্রহরীর মত গোলদুর্গ আগলে দলকে পোডিয়াম ফিনিশে সহায়তা করেন তিনি ৷
এদিকে অশ্বিন অন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অন্যতম সফল বোলার ৷ যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য টেস্ট ক্রিকেট ৷ বাইশ গজের ফরম্যাটে তামিলনাড়ু ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ৫৩৭ উইকেট ৷ অনীল কুম্বলের পর ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারি তিনি ৷ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই ফিঙ্গার স্পিনার৷