চেলসিকে গুঁড়িয়ে চারে উঠে এলো ম্যানসিটি
শুরুতে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ননি মাদুয়েকে শুরুতেই চেলসিকে এগিয়ে নেওয়ার পর সিটিকে সমতা ফেরান ইয়োশকো ভার্দিওল। আর্লিং হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকেই ব্যবধান বাড়ান ফিল ফোডেন।
এদিন সম্প্রতি সিটিতে যোগ দেওয়া আব্দুখোদির কুজানভ শুরুতেই করে বসেন মারাত্মক ভুল। তার দুর্বল ব্যাকপাস নিয়ন্ত্রণে নেন নিকোলাস জ্যাকসন। তার কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান মাদুয়েকে। তৃতীয় মিনিটে চেলসি এগিয়ে যাওয়ার পর আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ।
তবে ৪২তম মিনিটে ভার্দিওল সমতা ফেরান। ইলকাই গুনদোয়ানের থ্রু বল ধরে বুলেট গতির শট নেন মাথেউস নুনেস। কোনোমতে ফিরিয়ে দেন চেলসি গোলরক্ষক সানচেস। ছুটে গিয়ে ফিরতি বল ফাঁকা জালে পাঠান ভার্দিওল।
বিরতির পর ৬৮তম মিনিটে সিটিকে এগিয়ে নেন হলান্ড। এদেরসনের উঁচু করে বাড়ানো বল ধরে ট্রেভোহ শ্যালোবাকে এড়িয়ে এগিয়ে যান হলান্ড। তাকে ঠেকানোর চেষ্টায় এগিয়ে আসেন সানচেস। কিছুই করতে পারেননি তিনি, উল্টো দলকে ফেলেন বিপদে। জাল ফাঁকা দেখে তড়িঘড়ি করে শট নেন হলান্ড, সেটি জড়ায় জালে।
এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠা চেলসি ৮৭তম মিনিটে হজম করে আরেকটি গোল। প্রতি আক্রমণে মাঝ মাঠে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে ডি বক্সে ঢুকে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন ফোডেন।
২৩ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে সিটি। গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। পঞ্চম হারে ছয়ে নেমে গেছে হুট করে ছন্দ হারিয়ে ফেলা চেলসি। ২৩ ম্যাচের পয়েন্ট ৪০।
২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে নটিংহ্যাম ফরেস্ট।