কেবল দুজন খেলোয়াড়কে নিজের চেয়ে ভালো মনে করেন নেইমার
সমসাময়িক ফুটবলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র। যদিও ইনজুরিতে জর্জরিত হয়ে নিজের প্রতিভার সঠিক মূল্যায়ন করতে পারেননি ব্রাজিলের এই তারকা। তারপরও নিজের চেয়ে হাল আমলের মাত্র দুজন ফুটবলারকেই ভালো মনে করেন নেইমার।
ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলারের চোখে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোই তার চেয়ে এগিয়ে আছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে বর্তমান সময়ের সেরা কয়েকজন তারকার তুলনায় একথা বলেন নেইমার।
প্রথমেই বার্সেলোনায় সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে তুলনায় নিজেকে এগিয়ে রাখেন নেইমার। বর্তমানে আল-হিলালে খেলা এই তারকা আনহেল দি মারিয়া (আর্জেন্টিনা), এনদ্রিক (ব্রাজিল), মোহাম্মদ সালাহ (মিশর), রিভালদো (ব্রাজিল), এমবাপ্পে (ফ্রান্স) এবং ভিনিসিয়ুস জুনিয়রের (ব্রাজিল) চেয়েও সেরা মনে করেন।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ফরাসি ক্লাব পিএসজিতে একসঙ্গে অনেকদিন খেলেছেন মেসি ও নেইমার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসিকে এর আগেও অনেকবার প্রশংসায় ভাসিয়েছেন নেইমার। যদিও রোনালদোর সঙ্গে একই দলে কখনো নেইমারের খেলা হয়নি। তবে সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়কে সেরা-ই মনে করেন ব্রাজিলিয়ান তারকা।