সাবালেঙ্কাকে হ্যাটট্রিক বঞ্চিত করে নতুন রানি কিস
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে আরিয়ানা সাবালেঙ্কার সামনে ছিল হ্যাটট্রিকের হাতছানি। তবে গত দুই আসরে শিরোপা জেতা এই বেলারুশ তারকা এবার হেরে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা ম্যাডিসন কিসের কাছে।
আজ শনিবার নারী এককের ফাইনালে ২ ঘণ্টা ২ মিনিটের লড়াই শেষে ফেবারিট সাবালেঙ্কাকে কিস হারিয়েছেন ৬-৩, ২-৬, ৭-৫ ব্যবধানে। ২০০৯ সাল থেকে পেশাদার টেনিস খেলে আসছেন কিস। দীর্ঘ ১৬ বছরের মাথায় এই প্রথম গ্র্যান্ড স্লাম জেতার কীর্তি গড়লেন ২৯ বছর বয়সী এই তারকা। স্বাভাবিকভাবেই নতুন চ্যাম্পিয়নও পেল অস্ট্রেলিয়ান ওপেন।
রড লেভার অ্যারেনায় আজ শুরু থেকেই নড়বড়ে ছিলেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। অন্যদিকে, কিস ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। তাইতো তিনটি গ্র্যান্ড স্লাম জেতার অভিজ্ঞতা থাকলেও সেটি সাবালেঙ্কার কাজে আসেনি। প্রথম সেটই হেরে যান ৬-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও তৃতীয় সেটে গিয়ে রোমাঞ্চকর লড়াই শেষে আবার হার মানেন সাবালেঙ্কা।
১৪ বারের চেষ্টায় নারী এককের গ্র্যান্ড স্লাম জিতলেন কিস। অথচ, ১৯তম বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা এই তারকাকে ফেবারিটের তালিকায় রাখেনি কেউই। সেমফাইনালে ইগা শিয়াওতেকের মতো তারকাকে হারিয়েই আলোচনার জন্ম দেন তিনি।