রোহিত-জয়সোয়ালদের স্তব্ধ করে দিলো জম্মু-কাশ্মীর
রঞ্জি ট্রফি দিয়ে দীর্ঘদিন পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছিলেন রোহিত শর্মা। ১০ বছর পর ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ সংস্করণে মুম্বাইয়ের হয়ে নেমেছিলেন ভারত দলের অধিনায়ক। মুম্বাইয়ের হয়ে খেলেছেন জাতীয় দলের আরেক ওপেনার যশস্বী জয়সোয়ালও। তারকাখচিত এমন দলকেই স্তব্ধ করে দিলো জম্মু-কাশ্মীর।
গত বছরই রঞ্জি ট্রফির শিরোপা জিতেছে মুম্বাই। তারকাখচিত দলটি এবারও শিরোপার দাবিদার। অন্যদিকে, শক্তির দিক দিয়ে অনেকটাই পিছিয়ে জম্মু-কাশ্মীর। শক্তির আকাশ-পাতাল তফাত থাকলেও মুম্বাইকে তিনদিনে হারিয়ে দিয়েছে কাশ্মীর। দলটির জয় ৫ উইকেটে।
মুম্বাইয়ের হয়ে এই দলে রোহিত-জয়সোয়াল ছাড়াও ছিলেন ভারত জাতীয় দলের হয়ে খেলা আরও ৪ ক্রিকেটার। ভারতের হয়ে এখনো একদিনের ক্রিকেট খেলেন শিভাম দুবে ও শ্রেয়াস আইয়ার। আর একসময় ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন আজিঙ্কা রাহানে ও শার্দূল ঠাকুর।
তারকাখচিত মুম্বাই প্রথম ইনিংসে করে মাত্র ১২০ রান। রোহিত ৩ ও জয়সোয়াল আউট হন ৪ রান করে। শার্দূল ৫৭ বলে ৫১ রান করলেও রান পাননি রাহানে (১২), শ্রেয়াস (১১) এবং শিভাম(০)। কাশ্মীরের হয়ে ৪টি করে উইকেট নেন উমাইর নাজির মীর ও যুধবির সিং।
অন্যদিকে, ২০৬ রান করে প্রথম ইনিংসে থামে কাশ্মীর। দ্বিতীয় ইনিংসে মুম্বাই ২৯০ রানে অলআউট হলে কাশ্মীরের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৫ রানের। যা ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় কাশ্মীর। দ্বিতীয় ইনিংসে রোহিত ২৮ ও জয়সোয়াল ২৬ রান করে আউট হন।