আশা ভোসলের নাতনির সঙ্গে প্রেম করছেন ক্রিকেটার সিরাজ!

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৫, ১৪:১১
শেয়ার :
আশা ভোসলের নাতনির সঙ্গে প্রেম করছেন ক্রিকেটার সিরাজ!

ভারতের সিনেমা ও ক্রিকেটের সঙ্গে দারুণ একটি মেলবন্ধন রয়েছে। যুগে যুগে এই দুই অঙ্গনের তারকাদের একসঙ্গে হতে দেখা গেছে। এবার সেই তালিকায় নাকি নাম তুলেছেন আশা ভোসলের নাতনি জানাই ভোসলে ও ক্রিকেটার মোহাম্মদ সিরাজ! ভারতের সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশ করছে।

জানাই সদ্য ২৩ ছুঁয়েছেন। সেই উপলক্ষে তারকাখচিত উদ্‌যাপনের আয়োজন ছিল। তার কিছু ছবি শনিবার প্রকাশ্যে এসেছে। সেখানেই গায়িকার অভিনেত্রী নাতনিকে ঘনিষ্ঠ হতে দেখা যায় ক্রিকেটার সিরাজের সঙ্গে!

রুপালি পর্দার জনপ্রিয় মুখদের জন্মদিন মানেই খানাপিনার ঢালাও আয়োজন। জানাইয়ের জন্মদিনেও সে সবের খামতি ছিল না। নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে দেখা গিয়েছে প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফ, সাবেক ‘বিগ বস্’ আয়েশা খান, শ্রদ্ধা কাপুর-সহ অনেককেই।

মুম্বাইয়ের বান্দ্রার এক বিলাসবহুল হোটেলে আয়োজিত নৈশ আসরে একইভাবে উপস্থিত ছিলেন এই প্রজন্মের ক্রিকেটাররাও! সেখানেই দেখা যায় সিরাজ, শ্রেয়াস আইয়ার, সিদ্ধেশ লাড এবং আরও অনেককে। প্রত্যেকের সঙ্গেই আলাদা করে ছবি তুলেছেন অভিনেত্রী-গায়িকা। কিন্তু সকলের নজর কেড়েছে সিরাজের সঙ্গে তোলা তার ছবি।

প্রসঙ্গত, পরিচালক সন্দীপ সিংহের 'দ্য প্রাইড অফ ভারত-ছত্রপতি শিবাজি মহারাজ' ছবিতে ছত্রপতির স্ত্রী রানি সাই ভোসলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ়নাইকে। সম্ভবত, চলতি বছরে মুক্তি পাবে ছবিটি।

এদিকে বলিপাড়ায় চর্চা, বেশ কিছু দিন ধরেই নাকি সিরাজের সঙ্গে জানাইকে দেখা যাচ্ছে। তারা নাকি ডেটও করছেন। সেই রসায়ন কড়াপাক হতেই নাকি অভিনেত্রীর জন্মদিনে ক্রিকেটারের আগমন।