এমসিসিতে নতুন ভূমিকায় কিংবদন্তি সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারাকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নতুন ভূমিকায় দেখা যাবে। এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ডের পরামর্শক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে তাকে। ১৩ সদস্যের এই বোর্ডে আছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।
এমসিসি ক্রিকেট কমিটির বয়স দেড় যুগেরও বেশি সময় হয়েছে। ক্রিকেটসংশ্লিষ্ট সাবেকদের নিয়ে পর্যালোচনা করে থাকে এই কমিটি। দীর্ঘ এই যাত্রায় বিভিন্ন সময় ক্রিকেটের নিয়ম-কানুনে অনেক পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন হয়েছে। এসব কিছু হচ্ছে এমসিসির ক্রিকেট কমিটির সৌজন্যেই।
এমসিসির এই কমিটির নাম ছিল ‘ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি’। যা পরিবর্তন করে রাখা হয়েছে ‘ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্টস অ্যাডভাইজরি বোর্ড।’ এই কমিটির কার্যপরিধি আরও বেড়েছে। সভায় কমিটির সদস্য এবং পরামর্শক নিযুক্ত করার সিদ্ধান্ত আসে।