হাওরের ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের একটি ধান ক্ষেতের ডোবা থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রাত ৯টা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আজ শুক্রবার বিকেলে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের তেরবজান হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিকেলে মুরাদপুর গ্রামের নুর হোসেন গ্রামের তেরবজান হাওরে তার বোরে ধানের জমি পরিদর্শন করতে যান। এ সময় জমির মাঝে ছোট ডোবায় একটি অজ্ঞাতনামা মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পরে পুলিশ খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে রাত ৯টা পর্যন্ত অজ্ঞাতনামা মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, মুরাদপুর গ্রামের পাশের হাওরের একটি ডোবা থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।