মোহামেডানের জয়রথ থামাল ফকিরেরপুল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানকে থামাতে পারছিল না কেউ। অবশেষে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে হার মানল সাদা-কালো জার্সিধারীরা। টানা আট ম্যাচ জয় পাওয়া মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল। দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস।
আজ শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুলের হয়ে একমাত্র গোলটি করেন উজবেকিস্তানের মিডফিল্ডার সার্দোর জাহোনোভ। ম্যাচের ৬৫তম মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোল আদায় করেন তিনি। সেটিই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল দেয় বসুন্ধরা। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে জোনাথন ফের্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান আরও বাড়ান তপু বর্মন। দ্বিতীয়ার্ধে ওয়ান্ডারার্সের জালে বল জড়ান রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা দামাশেনো।
দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে রহমতগঞ্জ মুসলিম অ্যান্ড সোসাইটি।
আজ ফকিরেরপুলের কাছে হারলেও ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আলফাজ আহমেদের মোহামেডান। অন্যদিকে, ফকিরেরপুলের পয়েন্ট ৯। আর ৯ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এলো কিংস।