চাহালকে ছাড়িয়ে ‘ক্ষমা চাইলেন’ আর্শদীপ

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৮
শেয়ার :
চাহালকে ছাড়িয়ে ‘ক্ষমা চাইলেন’ আর্শদীপ

ইংল্যান্ডের বিপক্ষে গত বুধবার রাতে ইতিহাস গড়েছেন পেসার আর্শদীপ সিং। যুজবেন্দ্র চাহালকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এজন্য অবশ্য চাহালের কাছে মজা করে ক্ষমাও চেয়েছেন আর্শদীপ। ম্যাচের পর ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’ প্রকাশিত এক ভিডিও বার্তায় সেটি দেখা যায়।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের দুই টপ অর্ডার ব্যাটার ফিল সল্ট ও বেন ডাকেটকে ফিরিয়েছেন আর্শদীপ। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা হলো ৯৭টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লেগ স্পিনার চাহালের উইকেট ৯৬টি। 

৮০টি ম্যাচ খেলে ৯৬ উইকেট নিয়েছেন চাহাল। অন্যদিকে, আর্শদীপের রেকর্ড গড়েছেন অবিশ্বাস্য দ্রুততায়। মাত্র ৬১ ম্যাচেই ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন ২৫ বছর বয়সী এই পেসার। এই সময়ে ১৭.৯০ গড় ও ১৩.০৩ স্ট্রাইক রেটে বল করেছেন তিনি। অর্থাৎ, প্রায় প্রতি দুই ওভারে একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ। 

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আর্শদীপ। এই ফর্ম ধরে রাখতে পারলে পাঁচ ম্যাচের এই সিরিজেই তার এক শ উইকেটের রেকর্ড হওয়া এক প্রকার নিশ্চিত। আগামীকাল শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। 

অন্যদিকে, ভারতের হয়ে সবশেষ ২০২৩ সালের আগস্টে খেলেছেন চাহাল। যদিও ভারতের ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্কোয়াডে ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে স্ত্রী ধানশ্রী ভার্মার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের কারণে আলোচনায় আছেন চাহাল।