আফগানিস্তানকে বয়কট করতে চান না বাটলার
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে পড়েছে আফগানিস্তান ও ইংল্যান্ড। এবার ব্রিটেনের ১৬০ জন সংসদ সদস্য দাবি তুলেছেন তারা যেন নারীদের অধিকার হরণ করা আফগানিস্তানের মতো একটি দেশের বিপক্ষে না খেলে। বিষয়টি তারা ইতোমধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) জানিয়েছেন।
তবে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ বয়কট করা আসলে সমাধান নয়। তাদের উচিত এ ম্যাচটি খেলা। তিনি এ-ও জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি ইসিবির প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
আফগানিস্তানের তালেবান সরকার সেদেশের নারীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছেন, এমন অভিযোগে দেশটির বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জিও। তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নিজেরা বয়কটের সিদ্ধান্ত না জানিয়ে বল ঠেলে দিয়েছে আইসিসির হাতে।
আফগানিস্তানে নারীদের প্রতি ভয়াবহ আচরণ করা হচ্ছে স্বীকার করে বোর্ডটি জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হাতে, নির্দিষ্ট কোনো ক্রিকেট বোর্ডের নয়।
সিএসএ বলেছে, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নারীদের অধিকার দমিয়ে রাখাকে ঘৃণ্য বলে মনে করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নারী ক্রিকেট সমান স্বীকৃতি এবং সমান টাকা পাওয়ার দাবিদার। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি একটি আইসিসি ইভেন্ট, তাই আন্তর্জাতিক টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে সিদ্ধান্ত বিশ্ব সংস্থা দ্বারা পরিচালিত হওয়া উচিত।’
আন্তর্জাতিক ক্রিকেট আফগানিস্তানকে বয়কটের ডাক নতুন নয়। এর আগে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে আগেই আফগানিস্তানের বিপক্ষে দুইবার দ্বিপক্ষীয় সিরিজ বয়কট করেছে অস্ট্রেলিয়া। যদিও ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে দুই দল।