শাহিনকে বরখাস্ত করল ডর্টমুন্ড
এদিন তেরজিচের পদত্যাগের পর গত বছরের জুলাইয়ে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের দায়িত্ব নেন নুরি শাহিন। তবে তার দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক ভরাডুবি হতে থাকে ডর্টমুন্ডের। গতকাল মঙ্গলবার রাতে বোলোনিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হারের পর আর এই তুর্কি কোচের ওপর ভরসা রাখতে পারল না ক্লাবটি। বরখাস্ত করা হয়েছে শাহিনকে।
বোলোনিয়ার বিপক্ষে হেরে চাকরি খোয়ানো শাহিন ডর্টমুন্ডে টিকেছেন ৬ মাসের কিছু বেশি সময়। বুন্দেসলিগায় বর্তমানে ১০ নম্বর অবস্থানে সাবেক চ্যাম্পিয়নরা। আর চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলে বর্তমান রানার্স আপদের অবস্থান ১৩তম স্থানে। লিগ কাপ ডিএফবি পোকালেও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ক্লাবটি।
শাহিনকে বরখাস্তের বিষয়ে ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর লারস রিকেন বলেন, ‘আমরা নুরি সাহিন এবং তার কাজকে অত্যন্ত মূল্য দিয়েছি। আমরা তার কাছ থেকে দীর্ঘমেয়াদী সেবা পাওয়ার আশা করেছিলাম। শেষ অবধি, আমরা আশা করেছিলাম যে আমরা একসঙ্গে পরিবর্তন আনতে পারব। টানা চার ম্যাচে হার, সবশেষ নয় ম্যাচে মাত্র এক জয় এবং বুন্দেসলিগায় দশম অবস্থান; আমাদের খেলাধুলায় যে লক্ষ্য; সেটা অর্জনের বিশ্বাস এই কোচের অধীনে আমরা হারিয়ে ফেলেছি। এই সিদ্ধান্তটি (শাহিনকে বরখাস্ত) আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে, কিন্তু বোলোনিয়ার বিপক্ষে হারের পর এটি অনিবার্য ছিল।’
জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট অ্যাথলেটিক জানিয়েছে, ইতালিতে ম্যাচের পরই হোটেলে বসে ক্লাব কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত খেলোয়াড় ও অন্য কোচদের জানিয়ে দেওয়া হয়। খেলোয়াড়রা জার্মানি ফিরলেও কোচিং স্টাফকে নিয়ে আলাদাভাবে ফেরেন ৩৬ বছর বয়সী শাহিন।