লিভারপুলের সাতে ৭

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩০
শেয়ার :
লিভারপুলের সাতে ৭

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ১০ জনের লিলকে ২-১ গোলে হারাল লিভারপুল। টানা সপ্তম জয়ে সরাসরি আসরটির শেষ ষোলোয় জায়গা করে নিল আর্না স্লটের শিষ্যরা।

মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে মোহামেদ সালাহর গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন জোনাথন ডেভিড। পরে হার্ভি এলিয়টের সৌভাগ্যসূচক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

খেলার ৩৪তম মিনিটে হঠাৎ এক প্রতি-আক্রমণে গোল পেয়ে যায় লিভারপুল। নিজেদের সীমানায় প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে আক্রমণে ওঠে তারা। মাঝমাঠ থেকে কার্টিন জোন্সের থ্রু পাস ধরে দ্রুত এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন সালাহ।

৫৯তম মিনিটে বড় ধাক্কা খায় সফরকারীরা। লুইস দিয়াসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আইসা মান্দি। তবে ১০ জনের দলে পরিণত হওয়ার তিন মিনিটের মধ্যে আক্রমণটি শাণায় লিল। মিডফিল্ডার হারাল্ডসনে বক্সের বাইরে থেকে নেওয়া শট রক্ষণে প্রতিহত হলে, আলগা বল পেয়ে নিচু শটে জালে পাঠান জোনাথন ডেভিড। এবারের চ্যাম্পিয়ন্স লিগে কানাডার এই ফরোয়ার্ডের এটা পঞ্চম গোল।

লিলের সমতায় ফেরার স্বস্তি অবশ্য চার মিনিটও স্থায়ী হয়নি। ডি-বক্সের বাইরে থেকে হার্ভি এলিয়টের শটে প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংলিশ ক্লাবটি। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে ১১ নম্বরে আছে লিল।

এই পরাজয়ে লিলের শেষ ষোলোয় ওঠার হিসাবটা জটিল হয়ে গেল। শেষ রাউন্ডে আগামী বুধবার ঘরের মাঠে ফেইনুর্ডের বিপক্ষে খেলবে ফরাসি ক্লাবটি।