আলকারাজকে বিদায় করে সেমিফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারী ২০২৫, ০৯:০৪
শেয়ার :
আলকারাজকে বিদায় করে সেমিফাইনালে জোকোভিচ

কার্লোস আলকারাজের প্রতিরোধ ভেঙে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। শীর্ষ বাছাই সার্বিয়ার জোকোভিচের এটি অস্ট্রেলিয়ান ওপেনে ১২তম সেমিফাইনালে ওঠা। আর সব গ্র্যান্ড স্ল্যাম মিলিয়ে ৫০তম সেমিফাইনাল।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের জমজমাট ম্যাচে জোকোভিচ হারিয়েছেন স্পেনের আলকারাজকে। প্রথম সেট হেরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আলকারেজকে হারান জকো। জকো ৪-৬, ৬-৪, ৬-৩ ও ৬-৪ গেমে আলকারাজকে বিদায় করে সেমিতে জায়গা করে নেন।

নারী এককে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন শীর্ষ বাছাই তারকা বেলারুশের সুন্দরী সাবালেঙ্কা। শেষ আটের লড়াই রাশিয়ান আনাসতাসিয়া পাভলোচেঙ্কোকে হারাতে তাকে বেশ ঘাম ঝরাতে হয়েছে। ৬-২, ২-৬ ও ৬-৩ গেমে সাবালেঙ্কা হারান পাভলোচেঙ্কোকে।

নারী এককের আরেক ম্যাচে অঘটনের শিকার হন যুক্তরাষ্ট্রের কোকো গফ। স্পেনের পলা বাদোসার কাছে সরাসরি সেটে হেরে যান তিনি। বাদোসা ৭-৫ ও ৬-৪ গেমে হারান গফকে। সেমিফাইনালে বাদোসাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সাবালেঙ্কার সঙ্গে।