সেমিফাইনালে জেভেরেভ, গফের বিদায়

​ স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারী ২০২৫, ১৭:০৪
শেয়ার :
সেমিফাইনালে জেভেরেভ, গফের বিদায়

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালেই শেষ হলো বিশ্বের নারী টেনিসের তিন নম্বর তারকার। পাওলা বাদোসার কাছে হেরে গেলেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। স্পেনের টেনিস তারকা সরাসরি সেটে জিতেছেন। বাদোসা ৭-৫, ৬-৪ গেমে জিতেছেন। তবে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠলেন আলেকজান্ডার জেভেরেভ।

বাদোসা এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন। ২০২০ সালের পর প্রথম কোনো স্প্যানিশ নারী গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল খেলবেন।

এদিকে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ পুরুষদের কোয়ার্টার ফাইনালে জিতলেন। তিনি হারিয়েছেন টমি পলকে। জিতেছেন ৭-৬ (৭-১), ৭-৬ (৭-০), ২-৬, ৬-১ গেমে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে তিনি দ্বিতীয় বাছাই। দ্বাদশ বাছাই পলকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন তিনি।