উইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ টিকিটের পথ কঠিন হলো বাংলাদেশের
বিশ্বকাপে সরাসরি টিকিট কাটতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে অন্তত ২টি ওয়ানডে জিততে হতো বাংলাদেশ নারী দলকে। কিন্তু প্রথমটি হেরে পথ কঠিন করে ফেললেন নিগার সুলতানার জ্যোতির দল।
আজ সেন্ট কিটসে স্বাগতিক উন্ডিজের কাছে সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারে ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি জায়গা করার পথে চ্যালেঞ্জ বাড়ল বাংলাদেশের। বাকি দুটি ম্যাচ থেকে তিন পয়েন্ট লাগবেই। নয়তো বাছাইপর্ব নামের আরেক পরীক্ষায় নাম লেখাতে হবে।
এদিন আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৯৮ রানের পুঁজি গড়তে পেরেছে বাংলাদেশ, যা তাড়া করতে নেমে একদমই বেগ পেতে হয়নি ক্যারিবীয়দের। দুই ওপেনার হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপের জুটিতেই উঠে যায় ১৬৩ রান। এর মধ্যে কিয়ানা ছিলেন একটু বেশি আক্রমণাত্মক। ৬ চার ৪ ছক্কায় ৭৯ বলে খেলেন ৭০ রানের ইনিংস।
অধিনায়ক ম্যাথুসও হাত খোলেন শেষ দিকে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৬ চারে ৯৩ বলে ১০৪ রান করে। বাংলাদেশ দলের হয়ে একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যায় ১০৯ বল বাকি থাকতেই।
টসে হেরে এর আগে ব্যাট করা বাংলাদেশ দলও টপ অর্ডার থেকে ভালো রান পেয়েছে। ওপেনার ফারজানা হক ১০ রান করে শুরুতে আউট হলেও আরেক ওপেনার মুরশিদা খাতুন ও তিনে নামা শারমিন আক্তার দলকে ভালো ভিত্তি এনে দিয়েছিলেন। মুরশিদা করেন ৫৩ বলে ৪০, শারমিন ৭০ বলে ৪২।
এ দুজনই ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের অফ স্পিনে। তাঁদের বিদায়ের পর দলের হয়ে পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন শবনম মোস্তারি ও স্বর্ণা আক্তার। তবে এ দুজনের ৩৫ ও ২৯ রানের ইনিংস দুটি বড় না হওয়ায় বাংলাদেশের ইনিংস আটকে যায় দুই শ রানের আগেই।
২০২৫ নারী বিশ্বকাপে স্বাগতিক ভারত বাদে নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচটি দল সরাসরি জায়গা করবে। বাংলাদেশ দল এখন ১৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে। ২১ পয়েন্ট নিয়ে ৫-এ নিউজিল্যান্ড।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে বুধবার।