আশা জাগিয়েও অল্পের জন্য বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ১২:৩৮
শেয়ার :
আশা জাগিয়েও অল্পের জন্য বাংলাদেশের হার

বাংলাদেশ লক্ষ্যটা দিল খুবই ছোট। তবে জবাবে অস্ট্রেলিয়া কাঁদিয়ে ছেড়েছে। কিন্তু শেষ পর্যন্ত জয় ধরা দেয়নি। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ।

ডি গ্রুপের ম্যাচে মালয়েশিয়ার বাঞ্জিতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ও ৪ বল বাকি থাকতে কোনো মতে জয় পায় অজিরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৭ নম্বরে নামা আফিয়া আশিমা সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া ওপেনার সুমাইয়া আকতার ১৩ রান করেন।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান চাওইমহে ব্যারি, এলেনোর লারোসা ও টেগান উইলিয়ামসন।

৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অজিরা জান্নাতুল মাওয়া ও অন্য বোলারদের তোপে কোনঠাসা হয়ে পড়ে। সর্বোচ্চ ৩০ রান করেন লুসি হ্যামিল্টন। ওপেনার কেট পেল্লে ১৬ ও ইন্স ম্যাককেওন ১৪ রান করেন। তবে শেষ দিকে এল্লা ব্রিসকো ১১ রানে অপরাজিত থেকে দলকে বাঁচান।

বাংলাদেশের বোলারদের মধ্যে মাওয়া ৪ ওভারে ১৫ রানে ৩টি উইকেট নেন।

বাংলাদেশ এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল। আগামী ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টাইগ্রেস যুবারা।