মেজাজ হারানোর ফল ৯২ লাখ টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৫, ২১:৫৫
শেয়ার :
মেজাজ হারানোর ফল ৯২ লাখ টাকা জরিমানা

রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বড় শাস্তির মুখোমুখি হলেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ। আজ শনিবার অস্ট্রেলিয়ান ওপেনে এই কাণ্ড ঘটান তিনি। এর আগে প্রথম রাউন্ডেও কাণ্ড ঘটিয়েছিলেন। ফলে গুনতে হয়েছে ৯২ লাখ টাকা জরিমানা। 

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন থেকে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন পঞ্চম বাছাই ও সাবেক গ্র্যান্ড স্লামজয়ী মেদভেদেভ। আজ তিনি মুখোমুখি হয়েছিলেন থাইল্যান্ডের কাসিদিত সামরেজের। ৫ সেটে গড়ানো সেই ম্যাচে প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান মেদভেদেভ। তৃতীয় সেটেও হারের পথে থাকলে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি মেদভেদেভ। 

উত্তেজনায় কোর্টেই ফেটে পড়েন মেদভেদেভ। এক পর্যায়ে সর্বোচ্চ শক্তিতে র‍্যাকেট দিয়ে নেট ক্যামেরার দিকে পাঁচবার আঘাত করেন। ফলে তার র‌্যাকে ভাঙার পাশাপশি ক্যামেরাও ভেঙে যায়। এর আগে প্রথম রাউন্ডেও মেজাজ হারিয়েছিলেন মেদভেদেভ। 

সবমিলিয়ে ৭৬ হাজার মার্কিন ডলার (১ লক্ষ ২৩ হাজার অস্ট্রেলিয়ান ডলার) জরিমানা হয় মেদভেদেভের। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯২ লক্ষের কিছু বেশি।