বসুন্ধরাকে রুখে দিল ফর্টিস, মোহামেডানের সঙ্গে ব্যবধান কমাল আবাহনী
শক্তিশালী বসুন্ধরা কিংসকে ফেডারেশন কাপে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল অপেক্ষাকৃত কম শক্তির ফর্টিস। এবার প্রিমিয়ার লিগ ম্যাচে বসুন্ধরার মাঠে তাদেরকে ১-১ গোলে রুখে দিলো ফর্টিস। দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থানে থাকা মোহামেডানের সঙ্গে ব্যবধান কমিয়েছে আবাহনী লিমিটেড।
কিংস অ্যারেনায় তপু বর্মনের দুর্দান্ত এক হেডে প্রথমার্ধেই এগিয়ে যায় বসুন্ধরা। ম্যাচের একাদশ মিনিটে মিগুয়েল দামাসেনোর কর্নারে লাফিয়ে হেড দেন তপু। পরে গোল উদযাপন করেন তেলেগু সিনেমা পুষ্পার নায়কের অনুকরণে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফর্টিস। ৬৩তম মিনিটে গোল দেন মোহাম্মদ আবদুল্লাহ। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
আজকের ম্যাচ দিয়ে শেষ হলো লিগের প্রথম পর্ব। আজ ড্র করার পর ১৪ পয়েন্ট হলো বসুন্ধরার। লিগের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে তারা। আর লিগের ৮ ম্যাচের ৫টিতেই ড্র করা ফর্টিস ৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জকে ১-০ গোলে হারায় আবাহনী। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল করে আবাহনীকে এগিয়ে দেন শাকিল হোসেন। ওই গোলই হয়ে থাকে ব্যবধান।
এই জয়ের পর ৮ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট আবাহনীর। লিগ তালিকার দুই নম্বর দল এখন তারা। শীর্ষে থাকা মোহামেডানের ৮ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট। ৮ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তৃতীয় স্থানে রহমতগঞ্জ।