বাংলাদেশ দলে আরও তিন-চারটা হামজার আক্ষেপ জামালের কণ্ঠে
ডেনমার্কের জীবন ত্যাগ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিয়েছিলেন জামাল ভুঁইয়া। পরবর্তীতে অধিনায়কও হন তিনি। বাংলাদেশ এবার আরও বড় প্রবাসী ফুটবলার দলে ভিড়িয়েছে। বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রস্তুত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সাবেক অধিনায়ক জামালের আক্ষেপ, হামজার মতো আরও কয়েকজন ফুটবলার থাকলে বাংলাদেশের ফুটবলের জন্য কতই না ভালো হতো!
কোচিং কোর্স শুরু করেছেন জামাল। তারই ফাঁকে হামজাকে নিয়ে জামালের ভাষ্য, ‘হামজার খেলা দেশের জন্য অনেক বড় বিষয়। কেননা, সে সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। তো হামজা আরও তিন-চারটা থাকলে দেশের জন্য ভালো না! হামজা এলে এটা সবার জন্য ভালো।’
২০১৫ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে যোগ দেন হামজা। পরের বছরই ধারে যোগ দেন বার্টন অ্যালবিয়নে। ২০১৭ সাল পর্যন্ত এই ক্লাবেই থাকেন তিনি। গত মৌসুমে ধারে ওয়াটফোর্ডে খেলেছেন তিনি।
হামজাকে বাংলাদেশ দলে খেলানোর জন্য অনেক আগে থেকেই তোড়জোড় চালিয়ে যাচ্ছিল বাফুফে। নানা প্রক্রিয়া শেষে তাকে দলে পাওয়ার খুব কাছে ছিল বাংলাদেশ। গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা। আগস্টে সেই পাসপোর্ট হাতে পান। এর পরপরই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্রও পান তিনি। অবশেষে গত মাসে পান ফিফার ছাড়পত্র। বাংলাদেশ পরের ম্যাচটি খেলবে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে। সেই ম্যাচ দিয়েই লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে হামজার।